বর্ধমান: দেশ এখনও যথেষ্ট পরিমাণে স্মার্ট হয়নি। স্মার্টফোন অপারেট করার পন্থা জানা না থাকায় ফোনটাই ফেরত দিয়ে যেতে হল এক বেচারা চোরকে। পূর্ব বর্ধমানের জামালপুরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় এক মিষ্টির দোকানে ভুল করে একজন রেখে আসেন তাঁর ৪৫,০০০ টাকা দামের মোবাইল ফোন। প্রায় তক্ষুণি কাউন্টার থেকে সেই ফোন চুরি করে বছর বাইশের এক তরুণ। মিষ্টির দোকানে ফোন না পেয়ে ফোনের মালিক পুলিশে অভিযোগে দায়ের করেন। অন্য ফোন থেকে হারানো নাম্বারে বারবার ফোন করেন কিন্তু তা ততক্ষণে সুইচড অফ। কিন্তু ভদ্রলোক চেষ্টা থামাননি। অবশেষে রবিবার একজন তাঁর ফোন ধরে, বলে, ফোন সে ফেরত দিয়ে দেবে, কারণ এটি ব্যবহার করা তার সাধ্যের বাইরে।

সেদিনই পুলিশের সাহায্যে ওই ব্যক্তির বাড়ি থেকে ফোনটি পেয়ে যান তিনি।

হাঁফ ছেড়ে বাঁচা ফোনের মালিক জানিয়েছেন, ফোন চুরি করায় ওই তরুণ তাঁর কাছে দুঃখপ্রকাশও করেছে। তাঁর অনুরোধে পুলিশ চোরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।