নয়াদিল্লি: দেশে সাক্ষরের হারে কেরলের ধারে কাছে এখনও কেউ নেই। ন্যাশনাস স্ট্যাটিসটিক্যাল অফিস বা এনএসও-র রিপোর্ট অনুযায়ী ৯৬.২ শতাংশ সাক্ষরতার হার নিয়ে এক নম্বরে রয়েছে ঈশ্বরের আপন দেশ। দ্বিতীয় স্থানে রাজধানী দিল্লি, সাক্ষরতার হার ৮৯ শতাংশ।


সব রাজ্যের মধ্যে অন্ধ্র প্রদেশের অবস্থা সব থেকে খারাপ, সাক্ষরতার হার মাত্র ৬৬.৪ শতাংশ। বিহারও তাদের থেকে এগিয়ে, সেখানকার সাক্ষরতার হার ৭০.৯ শতাংশ। জাতীয় সাক্ষরতার গড় ৭৭.৭ শতাংশ, তেলঙ্গানার গড় ৭২.৮, যা দেশের গড়ের থেকে পিছিয়ে। কর্নাটকের সাক্ষরতার হার ৭৭.২ শতাংশ।


কেরল ও দিল্লির পর তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করেছে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। উত্তরাখণ্ডের সাক্ষরতার হার ৮৭.৬ শতাংশ, হিমাচলের ৮৬.৬ শতাংশ।


দেশে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪.৭ শতাংশ, নারীদের মধ্যে তুলনামূলকভাবে অনেক কম, ৭০.৩ শতাংশ। অর্থাৎ জাতীয় গড়ে এই পার্থক্য ১৪.৪ শতাংশ। যদিও কেরলে এই তফাত মাত্র ২.২ শতাংশ। শহরবাসী পুরুষদের মধ্যে সাক্ষরতার হার সিংহভাগ এলাকায় ৯০ শতাংশের ওপর, মাত্র ৪টি বড় রাজ্যে এই হার ৯০ শতাংশের নীচে। কিন্তু কোথাও ৮৫ শতাংশের কম নয়।