আজ বিষাদের দশমী, বিসর্জন পুজোর শেষে শুরু সিঁদুরখেলা
Web Desk, ABP Ananda | 08 Oct 2019 10:16 AM (IST)
এরই মধ্যে বাংলাজুড়ে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গ-ওড়িশায় ঘূর্ণাবর্তের জেরে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হতে পারে।
কলকাতা: মহালয়া থেকে থেকে বোধন পেরিয়ে নবমী নিশি। ক’দিনের আনন্দ পেরিয়ে আজ মন খারাপের দশমী, বিচ্ছেদের বিজয়া। দেবীর বিসর্জনের পালা। সকালে পঞ্জিকা মেনে সময় মতো হয়েছে দশমীর আরতি। বেজেছে বিসর্জন পুজোর ঢাক। ঘরের মেয়ে ফিরবে কৈলাসে। ঢাকের বোলে বিসর্জনের সুর। কোনও কোনও বাড়িতে প্রথা মেনে ওড়ানো হবে নীলকণ্ঠ পাখি। রীতি মেনে শোভাবাজার রাজবাড়িতে হবে অস্ত্রপুজো। মায়ের চরণ দর্শন করে বিসর্জনে যাবে দর্পণ। হবে ঘট বিসর্জন। তারপর সিঁদুরখেলা। সবশেষে মহাসমারোহে হবে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। সেই উপলক্ষ্যে ঢাকের তাল, সিঁদুর রঙ, আবির আর বাদ্যিতে মাতবে সকলে। এরই মধ্যে বাংলাজুড়ে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গ-ওড়িশায় ঘূর্ণাবর্তের জেরে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হতে পারে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম-মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের ৫ জেলাতে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সকালে বিসর্জনের পুজো থেকে সিঁদুরখেলা, শোভাযাত্রা, সব ছবি দেখতে, চোখ রাখুন এবিপি আনন্দে।