নয়াদিল্লি: স্রেফ ২ প্যাকেট ভুজিয়া। মায়া কাটাতে না পারায় ২.২৫ লাখ টাকা খুইয়ে বসলেন মুম্বইয়ের এক ব্যবসায়ী। অনলাইনে অর্ডার করা ভুজিয়ার প্যাকেট এসে না পৌঁছনোয় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটি তথ্য জালিয়াতদের হাতে তুলে দেন তিনি।


বছর চল্লিশের ওই ব্যবসায়ী গুগলে ওই ডেলিভারি সংস্থার সন্ধান পান। ২২ এপ্রিল সেখানে কিছু খাবারের অর্ডার দেন তিনি। কিন্তু ৪০০ টাকা দামের দুটি ভুজিয়ার প্যাকেট এসে না পৌঁছনোয় ১ মে তিনি ওই মুদির দোকানের ওয়েবসাইটের হেল্পলাইন নাম্বারে ফোন করেন।  ফোন চলে যায় জালিয়াতদের কাছে। তারা তাঁর কাছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এটিএম কার্ডের সিভিভি চায়। তারপর তাঁর মোবাইল ফোনে একটি লিঙ্ক পাঠায়, তা অন্য একটি নাম্বারে ফরওয়ার্ড করতে বলে। তারপর চায় তাঁর ইউপিআই পিন ও মোবাইল নাম্বারে আসা ওটিপি। ওই ব্যবসায়ী ভুজিয়ার সন্ধানে ইউপিআই পিন, ওটিপি সব গড়গড়িয়ে বলে দেন। ব্যস, ২ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ২.২২ লাখ টাকা।

সাইবার ক্রাইম তদন্তকারী রীতেশ ভাটিয়া বলেছেন, সিভিভি, ইউপিআই পিন ও ওটিপি হাতে এসে যাওয়ায় ওই জালিয়াত নিজের মোবাইলে ইউিআই অ্যাকাউন্টটি খুলে ফেলে। এটিএম কার্ডের নাম্বারও কাছে থাকায় সহজেই ২ লাখের বেশি টাকা হাতিয়ে নিতে পেরেছে সে। কী করে লোকে এখনও বিনা প্রশ্নে ওটিপি, সিভিভি নাম্বার সব দিয়ে দিচ্ছে, এটাই বিস্ময়কর।

লকডাউনের সময় এ ধরনের জালিয়াতি বেড়ে গিয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় প্রচারও করছে তারা।