নয়াদিল্লি: করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে পাকিস্তানেও চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যে মহিলা ক্রিকেট দলের মনোবল বজায় রাখতে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন খেলোয়াড় ও পাক দলের বর্তমান খেলোয়াড় বাবার আজমের সাহায্য নিল। মহিলা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে আক্রম ও বাবরের অনলাইন সেশনের আয়োজন করছে পিসিবি।
পাক মহিলা দলের বর্তমান খেলোয়াড় সহ উঠতি ক্রিকেটাররাও এই আলাপচারিতামূলক সেশনে অংশ নেবেন। ভিডিও কনফারেন্স কলের মাধ্যমেই হবে এই সেশন।
ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে কৌশল স্থির করতে হয় এবং দৃষ্টিভঙ্গি কী ধরনের হতে তা নিয়ে মহিলা খেলোয়াড়দের কাছে রূপরেখা পেশ করা হবে।
আক্রমের সঙ্গে এই আলাপচারিতা নিয়ে উচ্ছ্বসিত আলিয়া রিয়াজ। তিনি বলেছেন, আমি ওয়াসিম আক্রমের ভিডিও দেখতে দেখতে বড় হয়েছি। দেখেছি, তিনি বল ও ব্যাট হাতে কঠিন পরিস্থিতিতেও কীভাবে দলকে জয় এনে দিয়েছেন। এটা আমার কাছে একটা বড় সুযোগ। আমি এই খেলা সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী। কীভাবে লক্ষ্যে এগোতে হয় এবং বাকিদের থেকে কীভাবে নিজেকে আলাদা করা যায়, তার কৌশল শিখতে আমি উন্মুখ।
বাবরের সঙ্গে লাইভ সেশন সম্পর্কে ওমানিয়া সোহেইল বলেছেন, বাবর আজম একজন প্রথমসারির ব্যাটসম্যান। অন্যদের তুলনায় ফারাক কীভাবে এক ব্যাটসম্যান গড়ে নিতে পারেন, তা জানতে এই সেশন সহায়ক হবে।
লকডাউনে পাক মহিলা দলের মনোবল বাড়াতে অনলাইন সেশন আক্রম ও বাবর আজমের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2020 09:46 AM (IST)
করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে পাকিস্তানেও চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যে মহিলা ক্রিকেট দলের মনোবল বজায় রাখতে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন খেলোয়াড় ও পাক দলের বর্তমান খেলোয়াড় বাবার আজমের সাহায্য নিল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -