ভোপাল: রসুন চুরির অভিযোগে যুবককে পিক-আপ ট্রাকের সঙ্গে বেঁধে রেখে মারধর উত্তেজিত জনতার! মধ্যপ্রদেশের রতলমের সবজি বাজারে বুধবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিগৃহীত ব্যক্তির নাম কাদের হুসেন। ৪০ বছর বয়সি ছেলেটি রতলম সদর থেকে প্রায় ৪০ কিমি দূরে জাওরা এলাকার বাসিন্দা। ওর নামে ইতিমধ্যে দুটি চুরির মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সবজি বাজার থেকে চুরির অভিযোগে ছেলেটিকে নিগ্রহের তিন মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। পুলিশ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। তবে তার আগেই কাদেরকে অস্ত্র আইনে অভিযুক্ত করে জেলে পাঠানো হয়। ভিডিওতে দেখা যায়, কাদেরের হাতদুটো একটি পিক-আপ ট্রাকের পিছনে বেঁধে লাঠিপেটা করা হচ্ছে। নিগ্রহকারী উত্তেজিত জনতাকে বলতে শোনা যাচ্ছে, কাদের বাজার থেকে রসুন চুরি করেছে, স্বীকার করুক। জাওরার পুলিশ কমিশনার পি এস রানাওয়াত বলেছেন, একদল লোক কাদের হুসেনকে জাওরা থানার হাতে তুলে দেয়। তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়। তদন্তের পর অস্ত্র আইনের ২৫ অনুচ্ছেদে গ্রেফতার করে পরে তাকে জেলে পাঠানো হয়। তবে ভিডিওটি সামনে আসায় জাওরা থানাকে বলেছি ওকে যারা মারধর করেছে, তাদের চিহ্নিত করে খুঁজে বের করতে। তদন্তের ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
এই নিয়ে এক সপ্তাহে মধ্যপ্রদেশে এমন দুটি ঘটনা ঘটল যেখানে আইন হাতে তুলে নিয়ে চোর সন্দেহে কাউকে প্রকাশ্য গণপিটুনি দিল জনতা। কয়েকদিন আগে গুণায় কীটনাশকের প্যাকেট চুরির চেষ্টার অভিযোগে ৩০ বছরের একটি ছেলের ওপর অমানুষিক দৈহিক নির্যাতন চলে, পুলিশ এতে যুক্ত থাকার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
রসুন চুরির চেষ্টা! পিক-আপ ট্রাকে বেঁধে যুবককে মার, গ্রেফতারও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2020 10:14 PM (IST)
ভিডিওতে দেখা যায়, কাদেরের হাতদুটো একটি পিক-আপ ট্রাকের পিছনে বেঁধে লাঠিপেটা করা হচ্ছে। নিগ্রহকারী উত্তেজিত জনতাকে বলতে শোনা যাচ্ছে, কাদের বাজার থেকে রসুন চুরি করেছে, স্বীকার করুক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -