নয়াদিল্লি: আগামীকাল দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংহের শেষকৃত্য। যেখানে স্মৃতি সৌধ হবে, সেখানেই শেষকৃত্য হোক, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। শেষকৃত্যের স্থান নিয়ে তৈরি হয়েছে। বিতর্ক। 


শনিবার সকাল এগারোটায় দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংহের শেষকৃত্য হবে। যমুনার তীরে দেওয়া হবে গান স্যালুট। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে থাকবেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, প্রতিরক্ষামন্ত্রী, ৩ বাহিনীর প্রধান। এর মধ্য়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আবেদন জানিয়েছেন, মনমোহন সিংয়ের শেষকৃত্য় এমন কোথাও করা হোক, যেখানে তাঁর স্মৃতিসৌধ তৈরি করা যাবে। যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। 


দুপাতার চিঠিতে কংগ্রেস সভাপতি উল্লেখ করেছেন, "ঐতিহ্য বজায় রেখে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য় এমন কোথাও করা হোক, যেখানে তাঁর স্মৃতিসৌধ তৈরি করা যাবে। তিনি আরও উল্লেখ করেছেন, ড. মনমোহন সিংহ দেশ এবং মানুষের মনে স্থান অধিকার করেছেন এবং তাঁর অবদান এবং কৃতিত্ব অসাধারণ ছিল। একটি সাধারণ পরিবার থেকে আসা এবং দেশভাগের যন্ত্রণা পেয়েছেন। তাঁর দৃঢ় সংকল্পের মাধ্যমেই তিনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন। আমি আশা করি এবং বিশ্বাস করি যে ড. মনমোহন সিংহ উপযুক্ত মর্যাদা দিয়ে এমন জায়গায় শেষকৃত্য করা স্মৃতি সৌধ তৈরি করা যেতে পারে।'' 


শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বলেন। তার কয়েক ঘণ্টা পরেই শেষকৃত্যের স্থান সম্পর্কে সরকারের সিদ্ধান্ত জানা যায়। জানা গিয়েছে, সরকারের তরফে খাড়গে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারকে জাননো হয়েছে, আগামীকয়েক দিনের মধ্যে ড. সিংহের জন্য একটি স্মৃতিসৌধ তৈরি করা হবে। তবে সেখানে শেষকৃত্য হবে, সেখানে নয়। স্মৃতিসৌধ হবে অন্য স্থানে। সূত্রের খবর, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং প্রিয়াঙ্কা গাঁধী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের কাছে সংশ্লিষ্ট বিষয়ে আবেদন জানিয়েছেন। 


এবিষয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লিখেছেন, "দেশের মানুষ বুঝতে পারছে না কেন কেন্দ্রীয় সরকার শেষকৃত্য এবং স্মৃতিসৌধের জন্য এমন কোনও স্থান খুঁজে পাচ্ছে না। এটা ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীর প্রতি ইচ্ছাকৃত অপমান ছাড়া আর কিছুই নয়।''


 





আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Manmohan Singh: মনমোহন সিং থেকে নরেন্দ্র মোদি- দেশের জিডিপি, মুদ্রাস্ফীতি কখন কেমন ?