একটি সূত্রে বলা হয়েছে, তাঁর করোনাভাইরাস সংক্রমণ হয়নি, এ ব্য়াপারে নিশ্চিত হতে নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, ফল নেগেটিভ।
নতুন ওষুধের ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা দেওয়ায় পরীক্ষানিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাঁকে ভর্তি করা হয় বলে জানিয়েছে আরেকটি সূত্র। বলেছে, জ্বরের অন্য কারণগুলি সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষা করা হচ্ছে, যথেষ্ট
সেবাযত্ন, খেয়াল রাখা হচ্ছে তাঁর। তিনি স্থিতিশীল, কার্ডিও-থোরাসিক কেন্দ্রের ডাক্তারদের টিম তাঁর খেয়াল রাখছে। তাঁর সব শারীরিক মাপকাঠি ঠিক রয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে মনমোহন রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী মনমোহনের এইমসেই সফল করোনারি বাইপাস সার্জারি হয়েছে। দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতা-নেত্রীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।