নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠানের ১০০তম পর্ব ঘিরে জোর প্রস্তুতি চলছে। তার হাত ধরে এ বার ইতিহাসের রচনা হতে চলেছে। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও শোনা যাবে 'মন কি বাত' অনুষ্ঠানের ১০০তম পর্ব। রাষ্ট্রপুঞ্জের অছি পরিষদে সরাসরি সম্প্রচারিত হবে 'মন কি বাত' অনুষ্ঠানের ১০০তম পর্ব। রাষ্ট্রপুঞ্জে ভারতীয় প্রতিনিধির তরফেই এমনটা জানানো হল।
১০০তম পর্ব সরাসরি সম্প্রচারিত হবে আগামী ৩০ এপ্রিল
রাষ্ট্রপুঞ্জে ভারতের তরফে যে প্রতিনিধিদল রয়েছে, তাদের তরফে ট্যুইটারে এই ঘোষণা করা হয়। বলা হয়, ‘ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে প্রস্তুত হন। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে, অছি পরিষদের চেম্বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০তম পর্ব সরাসরি সম্প্রচারিত হবে আগামী ৩০ এপ্রিল। ‘মন কি বাত’ অনুষ্ঠানটি একটি জাতীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই অনুষ্ঠান উন্নয়নের স্বার্থে লক্ষ লক্ষ দেশবাসীকে একজোট হতে অনুপ্রাণিত করে’।
আরও পড়ুন: Side Effects Of Oranges : গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?
দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের সঙ্গে আলাপচারিতার পৃথক মাধ্যম হিসেবে রেডিও-য় 'মন কি বাত' অনুষ্শুঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শীঘ্রই তার ১০০তম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। তার জন্য জমকালো আয়োজনের প্রস্তুতি শুরু হল। ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব (Mann Ki Baat@100)উপলক্ষে বিশেষ অধিবেশনের আয়োজন করা হচ্ছে বিজেপি-র তরফেও। সেখানে থাকবেন রবীনা ট্যান্ডন (Raveena Tandon) থেকে আমির খান (Aamir Khan) এবং আরও বিশিষ্ট নাগরিকবৃন্দ।
কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে ‘মন কি বাত’-এর ১০০তম পর্বের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে সব কমিউনিটি রেডিও চ্যানেলকে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব সরাসরি সম্প্রচার করতে নির্দেশ দেওয়া হয়েছে। ‘মন কি বাত’-এর ১০০তম পর্বকে স্মরণীয় করে রাখতে চালু করা হচ্ছে ১০০ টাকার নতুন কয়েন, নয়া ডাকটিকিটও, যাতে ‘মন কি বাত’-এর প্রতীকচিহ্ন এবং নাম উল্লেখ থাকবে। উদ্বোধন হবে মোদির হাতেই। সরকারি টিভি চ্যানেলগুলিকেও সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে। 'মন কি বাত' যে শোনা হচ্ছে, তার ছবি তুলেও বলা হয়েছে পাঠাতে।
‘মন কি বাত’-এর ১০০তম পর্বের জন্য বিজেপি-র তরফে বিশেষ আয়োজন
‘মন কি বাত’-এর ১০০তম পর্বের জন্য বিজেপি-র তরফে বিশেষ অধিবেশনের আয়োজন হচ্ছে। নাম রাখা হয়েছে, 'মন কি বাত @১০০'। অনুষ্ঠানে এ যাবৎ যত মানুষের নাম নিয়েছেন মোদি, তাঁদের মধ্যে থেকে ১০০ জন আমন্ত্রিত থাকবেন ওই অধিবেশনেে। বিবৃতি জারি করে বিজেপি বলে, '২০১৪ সালের ৩ অক্টোবর, সূচনাপর্ব থেকে 'মন কি বাত' জাতীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রতি মাসে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভারতের উন্নয়নে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেন। ভারতীয় নাগরিকদের সঙ্গে এতটাই অবিচ্ছেদ্য হয়ে দাড়িয়েছে অনুষ্ঠানটি, যে প্রধান সেবকের কথা শুনতে মুখিয়ে থাকেন সকলে। নিজেদের কৃতিত্ব, উৎকণ্ঠা, সুখ-দুঃখের কথা ভাগ করে নেন, যা নতুন ভারতের উদয়ের পরিচয়'।