নয়াদিল্লি: করোনার (Coroanvirus) কাঁটা পেরিয়ে ক্রমেই স্বাভাবিক হচ্ছে দেশ। এবার যাতায়াতে ক্ষেত্রেও বেশ কিছু ছাড় পাওয়া গেল। আন্তর্জাতিক এবং আন্তর্দেশীয় বিমানে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয় বলেই জানাল কেন্দ্রীয় সরকার (Central Governemnt)।


বিমানে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়: ২০২০ সালে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ে দেশে। সাময়িকভাবে বন্ধ ছিল উড়ান। পরে বিমান পরিষেবা চালু হলেও, তাতে একাধিক বিধি নিষেধ জারি করা হয়। যার মধ্য অন্যতম ছিল মাস্ক পরা। এমনকী মাস্ক না পরলে জরিমানাও করা হত। এবার সেই নিয়মে ছেদ পড়তে চলেছে। বিমান মন্ত্রক জানিয়েছে, বিমানে যাতায়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। যদিও করোনার বাড়বাড়ন্ত রুখতে মাস্ক পরার পরামর্শ দিচ্ছে কেন্দ্র। করোনা মোকাবিলায় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মাস্ক না পরলে জরিমানার বিষয়টি বিমানে ঘোষণা করা হবে না বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ০.০২ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৯। করোনাকে জয় করে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষ ২৮ হাজার ৫৮০। দেশে মৃত্যু হার ১.১৯ শতাংশ।


 





শেষমেশ কি কাটল করোনার কালো মেঘ ? মারণ ভাইরাসের একের পর এক ওয়েভের ধাক্কা, প্রাণহানি, মহামারির পর্ব কি পাকাপাকিভাবে অতীত হল? সেই প্রশ্নের যথাযথ উত্তর না মিললেও, বিমান মন্ত্রকের এই সিদ্ধান্তে খানিকটা হলেও স্বস্তির নিশ্বাস দেশবাসীর। ২০২০ সালের মার্চে কর্ণাটকের কালাবুর্গীর ৭৬ বছরের এক বৃদ্ধ দেশের প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে গোটা দেশজুড়ে থাবা করাল হয়েছিল মারণ ভাইরাসের। করোনা কেড়ে নিয়েছে অনেকেরই কাছের মানুষকে। শুধু প্রাণ নিয়েই থেমে থাকেনি করোনা। শরীরে থাবা বসিয়ে একাধিক মানুষকে অসুস্থ করে দেওয়া থেকে দেশ তথা বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কটের এক কালো সময় তৈরি করেছিল। করোনা ভ্যাকসিনের হাত ধরে আস্তে আস্তে যে কঠিন লড়াইয়ে ঘুরে দাঁড়ায় ভারত সহ গোটা বিশ্ব।


আরও পড়ুন: Dengue: ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ব্যর্থতার অভিযোগ, বিরোধীদের বিক্ষোভে ধুন্ধুমার