রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরে বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু (BJP Leader Death)। সোমবার থেকে নিখোঁজ থাকার পর গতকাল উদ্ধার হয় রক্তাক্ত দেহ। নিহত বিজেপির বুথ সভাপতির নাম ভানু মণ্ডল। তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ বিজেপির (BJP)। অভিযোগ অস্বীকার শাসকদলের (Trinamool Congress)। 


বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার: সোমবার দুপুরে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। নিখোঁজ হওয়ার একদিন পর দুপুরে বাড়ির কাছেই উদ্ধার হল বিজেপি নেতার মৃতদেহ। মুর্শিদাবাদে বিজেপি নেতার রহস্যমৃত্যু। নিহত ভানু মণ্ডল রেজিনগরের বাসিন্দা।বিজেপি নেতার পরিবারের অভিযোগ, সোমবার দুপুরের পর নিখোঁজ হয়ে যান ভানু।বহুবার ফোন করা হলেও সেটি বেজে যায় দাবি।মঙ্গলবার দুপুরে বাড়ির কাছে জলাজমির পাশ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ভানুকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃতের আত্মীয় শিশুপদ মণ্ডল বলেন,  “পরশু দুপুর থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। ফোন বেজে যাচ্ছিল। কাল দুপুরে বাড়ির কাছেই জলাজমির পাশ থেকে দেহ উদ্ধার হয়েছে। শ্বাসরোধ করে কেউ খুন করেছে মনে হচ্ছে।’’


অপহরণ করে খুনের অভিযোগ বিজেপির: তৃণমূলের বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ বিজেপির। বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে খুনের রাজনীতি করছে। তৃণমূল কংগ্রেসই ওকে খুন করেছে। খুন করে দেহ লোপাটের চেষ্টাও করেছে। টার্গেট করেই বিজেপি কর্মীদের নিশানা করা হচ্ছে।’’ ব্যক্তিগত শত্রুতাতেই খুন হয়েছেন বিজেপি নেতা, পাল্টা দাবি করেছে তৃণমূল। পরিবারের অভিযোগের ভিত্তিতে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শক্তিপুর থানা।


তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু: এদিকে মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় তৃণমূল সাংসদের (TMC MP) গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু। বহরমপুর আসার সময় শিশুকে সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কা। গুরুতর আহত শিশুকে মেডিক্যালে কলেজে (Medical College) আনার পরে মৃত্যু। মায়ের সঙ্গে ব্যাঙ্কে এসেছিল শিশু, রাস্তায় সাংসদের গাড়ির ধাক্কা। গাড়ির ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু নিয়ে সাংসদের দাবি, "হঠাৎ গাড়ির সামনে চলে এসেছিস, কিছু করার ছিল না চালকের। হাসপাতালে নিয়ে এসেছিলাম, কিন্তু বাঁচানো গেল না।''


আরও পড়ুন: Mamata Banerjee: অভিষেকের পর এবার দলিল-বিতর্কে দিলীপ ঘোষকে নিশানা তৃণমূলনেত্রীর