আশাবুল হোসেন,  ঝাড়গ্রাম :  বিরসা মুণ্ডার জন্মদিনে মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee ) কাছে পেয়ে, অভাব-অভিযোগের কথা জানালেন ঝাড়গ্রামের  ( Jhargram ) আদিবাসীরা। সরকারি প্রকল্পে ঘর, পানীয় জল, একশো দিনের টাকা নিয়ে, ক্ষোভ প্রকাশ করেন অনেকে। মুখ্যমন্ত্রী অবশ্য এনিয়ে কেন্দ্রের ঘাড়ে দায় চাপান।


বেলপাহাড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়


বিরসা মুণ্ডার  ( Birsa Munda ) জন্মদিন উপলক্ষ্যে, মঙ্গলবার বেলপাহাড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  অনুষ্ঠান সেরে ফেরার পথে কুচাবনি, মালাবতীর মতো একাধিক আদিবাসী অধ্যুষিত গ্রামে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। সেখানেই


ঘর, পানীয় জল, একশো দিনের কাজ নিয়ে অভাব-অভিযোগ 


মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে,  ঘর, পানীয় জল, একশো দিনের কাজ নিয়ে একাধিক অভাব-অভিযোগের কথা জানাতে শুরু করেন আদিবাসী গ্রামবাসীরা। ১ দিন পেরোতেই আজ মুখ্যমন্ত্রী জানালেন,  বুধবার থেকেই মিলবে জল। বাড়ি না মেলার অভিযোগ প্রসঙ্গে ফের কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র টাকা না দেওয়ায় আটকে আছে বাড়ির টাকা।  ' 

কেন্দ্রকে নিশানা 

তিনি আরও বলেন, ‘রাজ্য থেকে জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। বিজেপি ব্যস্ত নির্বাচন আর কুকথা নিয়ে, উন্নয়নে নজর নেই’  .আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


গ্রামবাসীদের অভিযোগের মুখে, মঙ্গলবারও কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' কলের জল ২০২৪-এর মধ্যে সবার বাড়ি বাড়ি যাবে। পাইপ টানতে টাইম লাগবে। ১০০ দিনের কাজের টাকা দিল্লি বন্ধ রেখেছে। আমরা রোজ ঝগড়া করছি এবং ঝড়ের টাকাও বন্ধ করে দিয়েছে। আমাদের টাকা নিয়ে নিচ্ছে। আমরা এটা নিয়ে ফাইট করছি। যখন পাব দিয়ে দেব।  '


মঙ্গলবার মাগুরা গ্রামে একটি দোকানে ঢুকে নিজেই চপ ভাজেন মুখ্যমন্ত্রী। তারপর সেই চপ বিলি করেন সবার মধ্যে। 


আরও পড়ুন: Upper Primary Recruitment: অপেক্ষমান সকলেরই চাকরি, উচ্চ-প্রাথমিকের শারীর ও কর্মশিক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ