সুদান: প্রবল বর্ষণে ক্ষয়ক্ষতি ছিল তুঙ্গে, এবার ভয়ঙ্কর ভূমিধসে সমগ্র এলাকাই বিপর্যস্ত। প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কাড়ল হাজার হাজার মানুষের। সুদানের (Sudan Landslide) পশ্চিম দারফুর অঞ্চলে বিশাল ভূমিধসের জেরে একটি পাহাড়ি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। ১ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। সোমবার গভীর রাতে এই অঞ্চলে নিয়ন্ত্রণকারী একটি বিদ্রোহী গোষ্ঠী (Rebel Group) জানিয়েছে যে গোটা গ্রামে মাত্র ১ জনই বেঁচে রয়েছে।
সুদান লিবারেশন মুভমেন্ট সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণের পরে রবিবার এই দুর্যোগ (Sudan Landslide) ঘটেছে। মারা পাহাড়ের কোলে অবস্থিত তারাসিন গ্রামকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই ভূমিধস। জানা গিয়েছে প্রাথমিক তথ্য অনুসারে গ্রামের সমস্ত লোকের মৃত্যুর ইঙ্গিত পাওয়া গিয়েছে। আনুমানিক ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আর তাদের মধ্যে মাত্র একজনই বেঁচে রয়েছেন।
এই বিবৃতিতে সেই সেনাবাহিনীর দল আরও জানিয়েছে যে বিশাল বিধ্বংসী ভূমিধসে লেবু উৎপাদনের জন্য সুপরিচিত এই অঞ্চলের (Sudan Landslide) একটি অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এই গোষ্ঠী ইতিমধ্যেই জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার কাছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য সাহায্যের আবেদন করেছে। সুদান সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলেছে যা গোটা দেশকে বিশ্বের সবথেকে বড় মানবিক সঙ্কটের পঙ্কিলতায় নিমজ্জিত করেছে।
তবে এই সুদান লিবারেশন মুভমেন্ট বেশিরভাগ সময়েই যুদ্ধ থেকে দূরে থাকে, তবে সুদানের পার্বত্য অঞ্চলের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখে। দারফুর এলাকার সেনাবাহিনী সমর্থিত গভর্নর মিন্নি মিন্নাউই এই ভূমিধসকে ‘মানবিক ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন যা কিনা এলাকার সীমানা ছাড়িয়ে প্রভাব বিস্তার করেছে।
গভর্নর এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলির কাছে এই সঙ্কটময় মুহূর্তে জরুরিভাবে হস্তক্ষেপ ও সহায়তা প্রদানের জন্য আবেদন করছি। কারণ এই ট্র্যাজেডি আমাদের জনগণের একা বহন করার ক্ষমতার চেয়েও বেশি”। চলমান লড়াইয়ের কারণে দারফুরের বেশিরভাগ অংশ যেখানে ভূমিধস ঘটেছে সেই এলাকাসহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলির কাছে এখনও আয়ত্তের মধ্যে নয়, যার ফলে জরুরি মানবিক সহায়তা সরবরাহ মারাত্মকভাবে সীমিত।