CAA: নাগরিকত্ব আইন কার্যকরের দাবিতে নদিয়ায় বিশাল মতুয়া সমাবেশ, কটাক্ষ তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Nov 2020 09:59 AM (IST)
CAA: তৃণমূল সরকার ক্ষমতায় থাকতে রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করতে পারবে না বিজেপি, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
নদিয়া: রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার দাবিতে নদিয়ার বগুলায় বিশাল সমাবেশ করল মতুয়া সম্প্রদায়। সমাবেশের আগে মিছিলে হাঁটেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তাঁর দাবি, রাজ্যে দ্রুত নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করতে হবে। কোনও রাজনৈতিক দলকে এর ফায়দা নিতে দেওয়া হবে না বলে দাবি করেছেন বিজেপি সাংসদ। তৃণমূল সরকার ক্ষমতায় থাকতে রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করতে পারবে না বিজেপি, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ তথা নদিয়া জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া মৈত্র।