কলকাতা: আজ গুড ফ্রাইডের আগের দিন অর্থাৎ মন্ডি থার্সডে। খ্রিস্টানরা বিশ্বাস করেন, আজকের দিনে হয়েছিল সেই লাস্ট সাপার, যীশু তাঁর বাছাই করা ১২ জন শিষ্যের সঙ্গে নৈশভোজ সারেন, তাঁদের পা ধুয়ে দেন নিজের হাতে।
অন্যের পা ধুয়ে দেওয়া তখন নীচু কাজ বলে মনে করা হত, শুধু পরিচারকরা এ কাজ করতেন। গুরু এই কাজ করুন তা যীশুর শিষ্যদেরও পছন্দ ছিল না, তবু তিনি তা করেছিলেন। নিজের দৃষ্টান্ত দিয়ে প্রমাণ করেছিলেন, কোনও কাজই ছোট নয়। জনের গসপেল বলছে, যীশু তাঁর শিষ্যদের বলেন, আমি তোমাদের শিক্ষক হয়ে যদি তোমাদের পা ধুয়ে দিতে পারি, তোমাদেরও উচিত, একে অপরের পা ধুয়ে দেওয়া। আমি নজির তৈরি করলাম, তোমাদের সেইমত চলা উচিত।
আজও যীশু সৃষ্ট সেই উদাহরণ মেনে চলে গির্জাগুলি। মন্ডি থার্সডে-তে ১২ জনের পা ধুইয়ে দেয় তারা। ইংল্যান্ডের রানি অবশ্য পা ধুইয়ে দেন না, তবে এই দিন উপলক্ষ্যে তিনি প্রকাশ করেন স্মারক মুদ্রা। এই মুদ্রার নাম মন্ডি মানি। মধ্যযুগ থেকে এই নিয়ম মেনে চলেছে ইংল্যান্ডের রাজপরিবার।
আজ বাইবেলে উল্লিখিত মন্ডি থার্সডে বা পবিত্র বৃহস্পতিবার- জেনে নিন এই দিনের মাহাত্ম্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Apr 2020 11:50 AM (IST)
আজও যীশু সৃষ্ট সেই উদাহরণ মেনে চলে গির্জাগুলি। মন্ডি থার্সডে-তে ১২ জনের পা ধুইয়ে দেয় তারা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -