শাহ যাঁদের চ্যালেঞ্জ করেছেন, প্রথম মায়াবতীই তাঁদের মধ্য়ে সাড়া দিলেন।
অখিলেশও বলেছেন, বিতর্ক চাইলে, কোথায় হবে, জায়গাটা চূড়ান্ত করুন। আপনার পছন্দের চ্য়ানেল, অ্য়াঙ্কর বাছাই করুন। আমরা উন্নয়ন ইস্য়ুতে বিতর্কের জন্য় প্রস্তুত। বিজেপি ধর্মীয় মাপকাঠিতে বৈষম্য় করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, যারা দেশটার আত্মা বোঝেন, তারা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী।
নয়া নাগরিকত্ব আইনের সঙ্গে দেশের নাগরিকদের কোনও সম্পর্ক নেই বলে সওয়াল করে শাহ বিরোধীরা এ নিয়ে মিথ্যা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন গতকাল। বলেন, সিএএ-তে কারও নাগরিকত্ব কেড়ে নেওযার সংস্থান নেই। অহেতুক কংগ্রেস, সপা, বসপা,তৃণমূল এর বিরুদ্ধে আতঙ্ক ছড়াচ্ছে।
এদিকে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, আর কেউ নয়, শুধু তাঁর সঙ্গেই বিতর্কে নামার ডাক দিয়েছেন। শাহের গতকালের বক্তব্য প্রসঙ্গে আজ তিনি বলেন, আমি আছি এখানে। আমার সঙ্গে বিতর্ক করুন। কেন এইসব লোকের সঙ্গে করবেন! ওয়েইসি বলেন, দাড়িওয়ালার সঙ্গে বিতর্ক করুন। আমরা সিএএ, এনপিআর, এনআরসি নিয়ে কথা বলব, বিতর্ক করব।
এদিকে এনপিআর নিয়ে সমালোচনার মুখে কেন্দ্র জানিয়েছে, দেশের সব রাজ্যকে জানিয়ে দেওয়া হবে যে, এনপিআরে যেসব তথ্য চাওয়া হবে,সেগুলি ঐচ্ছিক। কেউ চাইলে না-ও দিতে পারেন।