নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের ক্রমাগত সংঘর্ষের আবহে পাকিস্তানের পক্ষ থেকে অনেকগুলি দাবি করা হচ্ছে, যার অধিকাংশই ভুয়ো , স্পষ্ট করে দিন বিদেশমন্ত্রক ও সেনা। শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে ভারত স্পষ্ট করে দেয়,আফগানিস্তানে মিশাইল ছুড়েছে ভারত,পাকিস্তানের এই দাবি একেবারেই মিথ্যে।
কী দাবি পাকিস্তানের?
পাকিস্তানের ডিজিএফআইর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী হালে দাবি করেন, শুক্রবার মধ্যরাতে ভারত ৬ টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, সেগুলো ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের একটি ধর্ম সম্প্রদায়কে লক্ষ্য করে। এই দাবি যে ভারতে শুধুমাত্র বিভেদ ছড়ানোর জন্য তা স্পষ্ট করে দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রী।
আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র নিয়ে ভারতের ব্যাখ্যা
এছাড়া পাকিস্তান থেকে এমন অভিযোগও ছড়িয়ে দেওয়া হচ্ছে যে, প্রতিবেশী দেশ আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। বিদেশ সচিব স্পষ্ট করে দেন, "আফগানিস্তানে কোনও ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। এই দাবিগুলি সম্পূর্ণ মিথ্যা"
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর প্রধান আহমেদ চৌধুরী একটি সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, অনেক ভারতীয় রাজনীতিবিদ, সোশ্যাল মিডিয়া প্রভাবশালী এবং সাধারণ মানুষের একাংশও সরকারের পদক্ষেপের সমালোচনা করছেন। এই প্রসঙ্গ তুলে বিদেশ সচিব বলেন, মনে হচ্ছে, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র, ভারতের মানুষ ভারত সরকারের সমালোচনা করলে খুব খুশি হচ্ছেন। নাগরিকদের তাঁদের সরকারের সমালোচনা করা কার্যকর গণতন্ত্রের বৈশিষ্ট্য। এটা পাকিস্তানের জন্য অবাক করার মতো বিষয় হতে পারে !
মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ পাকিস্তানের
বিক্রম মিস্রীর পক্ষ থেকে আরও জানানো হয়, 'পাকিস্তান মিথ্যা দাবি করেছে যে ভারত আফগানিস্তানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। আমরা শুধু বলতে চাই যে আফগানিস্তানের জনগণকে বলার দরকার নেই যে কোন দেশ গত দেড় বছর ধরে তাদের দেশে সাধারণ নাগরিক এবং অবকাঠামোকে লক্ষ্য করে বেশ কয়েকবার আক্রমণ করেছে।'
'হীন প্রচেষ্টা ব্যর্থ হবেই'
বিদেশ সচিব বিক্রম মিস্রী বলেন , ভারত নিজের দেশের ধর্মীয় স্থানগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, বলে দাবি করেছে পাকিস্তান। এহেন কথা নিতান্তই "হাস্যকর"। শ্রী অমৃতসর সাহিবের দিকে ভারত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ভুয়ো খবর ছড়িয়ে দিচ্ছে পাকিস্তান। এই দাবি হাস্যকর, বলেন মিস্রী। তিনি স্পষ্ট করে দিন, ভারতকে বিভক্ত করার এই হীন প্রচেষ্টা ব্যর্থ হবেই।