মেঘালয়: মেঘালয়ে ভোটপ্রচারে রাহুল গাঁধী। সেখান থেকেই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন রাহুল। রাজনৈতিক হিংসা থেকে দুর্নীতি, নানা ইস্যুতে সরাসরি তৃণমূলকে আক্রমণ করলেন রাহুল গাঁধী।
কী বলেছেন রাহুল:
রাহুল গাঁধী বলেন, 'আপনারা তৃণমূলের ইতিহাস নিশ্চয়ই জানেন। আপনারা নিশ্চয় জানেন, বাংলায় হিংসার কথা। দুর্নীতি থেকে সারদা কেলেঙ্কারির কথাও আপনারা জানেন। হিংসা, দুর্নীতি এখন তৃণমূলের পরম্পরা হয়ে দাঁড়িয়েছে।'
তৃণমূল-বিজেপি সমঝোতার অভিযোগ:
মেঘালয়ে (Meghalaya) নির্বাচনী সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণে রাহুল গাঁধী। তিনি বলেন, 'গোয়ায় তৃণমূল এসেছিল এবং বিপুল পরিমাণ টাকা খরচ করেছে। শুধুমাত্র বিজেপিকে সাহায্য করার জন্য গোয়ায় প্রচুর টাকা খরচ করেছে তৃণমূল। গোয়ার মতো মেঘালয়েও বিজেপিকে ক্ষমতায় আনাই একমাত্র লক্ষ্য তৃণমূলের।' মেঘালয়ে বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলকের দিকে তীব্র আক্রমণ শানালেন রাহুল।
উষ্মা প্রকাশ করলেও এভাবে সরাসরি রাহুল গাঁধী (Rahul Gandhi) তৃণমূলকে বিঁধেছেন, এমন ঘটনার কথা মনে করতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাংলার কংগ্রেস শিবির বরাবর তৃণমূলকে বিঁধে এসেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বারবার দিল্লিতে দরবার করেছেন। কংগ্রেসকে দুর্বল করার জন্য যে তৃণমূল কাজ করছে, সেই অভিযোগ জানিয়েছেন। অধীর চৌধুরী নিজেও বাংলায় ভারত জোড়ো যাত্রা করার সময় বিভিন্ন ইস্যুতে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেছেন।
এদিনই মেঘালয়ে ভোট প্রচারে সভা করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে তিনি কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন, 'কংগ্রেসের এখানে ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই।' তুলেছেন এনআরসি প্রসঙ্গও। তিনি বলেন, 'বিজেপির বিরুদ্ধেই আমাদের মূল লড়াই। বিজেপি এনআরসি, সিএএ চাপিয়ে দেয়। মানুষের দৈনন্দিন জীবনে ঢুকে পড়ে।' সেখানে তিনি আরও বলেন, 'তৃণমূলই একমাত্র মেঘালয়ে উন্নয়ন করতে পারবে। এই সরকারকে বদলে দিন।' শুধু মেঘালয়ই নয়, ত্রিপুরাতেও কংগ্রেসকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় চালু রাজ্য সরকারি প্রকল্পের প্রসঙ্গও তুলে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'মেঘালয় চালাবে মেঘালয়ের মানুষ। পশ্চিমবঙ্গে মহিলারা লক্ষ্মীশ্রী পায়। মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী আছে। আমরা উত্তর-পূর্ব বন্ধুত্ব গড়ে তুলতে চাই। ত্রিপুরায় নির্বাচনের নামে ভয় দেখিয়ে ভোট করেছে। একজোট হয়ে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করুন।'
আরও পড়ুন: প্রেসিডেন্সি জেলে আহত পার্থ, মুখে চোট লেগেছে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর