মাস খানেক আগে সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল হানিমুনে হত্যা রহস্য। মেঘালয়ে মধুচন্দ্রিমার করতে গিয়ে প্রেমিকের সঙ্গে ষড় করে নিজের স্বামীকে হত্যা করেন  সোনম রঘুবংশী, অভিযোগ এমনটাই। তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণও রয়েছে, দাবি পুলিশ সূত্রে। অভিযুক্ত সোনম  শিলং জেলে কাটিয়ে ফেললেন এক মাস। 'স্বামীকে মেরেছেন'। অভিযুক্ত প্রেমিকের সঙ্গেও থাকা হল না। কেউ পাশে নেই। কেমন আছে সোনম রঘুবংশী ? আফশোস করছেন ? কী বলছে পুলিশ?                          

কেমন আছে সোনম রঘুবংশী ?             

ইনদৌরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে হত্যার পরিকল্পনা ও খুনের অভিযোগে সোনমকে গ্রেফতার করা হয়। সঙ্গে ধরা পড়ে তার 'প্রেমিক' রাজ কুশওয়াহা এবং আরও তিন জন। জেলে কেমন আছে সোনম? এনডিটিভি সূত্রে খবর, জেল সূত্রে খবর, সোনম এখনও পর্যন্ত তার কৃতকর্মের জন্য কোনও অনুশোচনা প্রকাশ করেনি । জেল হওয়ার পর থেকে পরিবারের কোনও সদস্যের সঙ্গে  যোগাযোগও করেনি। সূত্রের খবর, ২৪ বছরের সোনম জেলের জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। জেল ম্যানুয়াল অনুসারে রুটিন মেনে চলছেন। প্রতিদিন ঠিক  সময়ে ঘুম থেকে ওঠেন এবং অন্য বন্দীদের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছে। এনডিটিভি সূত্রে দাবি, সোনম তার কৃত কর্ম নিয়ে আর মুখ খোলেননি। বন্দীদের সঙ্গে বা জেল কর্তৃপক্ষের সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ বা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেনি। এরই মধ্যে রাজার পরিবারের অভিযোগ, সোনমের সঙ্গে তার পরিবারের লোকেদের যোগাযোগ আছে। বিশেষত সোনমের ভাই , অভিযুক্তদের সঙ্গে কথাবার্তা বলে থাকেন। যদিও সেই অভিযোগ মানতে চায়নি সোনম রঘুবংশীর বাড়ির লোক।  রাজার পরিবারের অভিযোগ, এই অপরাধে মদত দিচ্ছে পুরো পরিবারই। সোনম  এবং তার ভাই তাঁদের সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।             

ঘটনার প্রেক্ষাপট                   

ইনদৌরে গত ১১ মে  সোনম রঘুবংশীর সঙ্গে বিয়ে হয়  ব্যবসায়ী রাজা রঘুবংশীর। ২০ মে মেঘালয়ে মধুচন্দ্রিমায় যান তাঁরা। এরপরই নিরুদ্দেশ হয়ে যান দম্পতি। কিছুদিন পরে মেলে রাজার মৃতদেহ। সেই খুনের তদন্তের সূত্রে বেরিয়ে আসে সোনম ও রাজার কীর্তিকলাপ। এখন সেই অভিযোগে জেল খাটছেন তাঁরা।