নয়াদিল্লি: বিতর্ক, বিবাদ পিছনে ফেলে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আবারও প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তন করতে উদগ্রীব ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারেও কোনও খামতি রাখছেন না তিনি। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হলেও হোয়াইট হাউসে বিপাকে পড়তে পারেন ট্রাম্প। কারণ সেখানে তাঁর পাশে নাও থাকতে পারেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। (Donald Trump-Melania Trump)


আমেরিকার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে সেই মর্মে 'চুক্তি'ও করেছেন মেলানিয়া। জানিয়েছেন, যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প, সেক্ষেত্রে সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা ফার্স্ট লেডির ভূমিকা পালন করতে পারবেন না তিনি। অর্থাৎ সব সময় স্ত্রীকে পাশে পাবেন না ট্রাম্প। (US President Elections 2024)


জানা গিয়েছে, ছেলে ব্যারন ট্রাম্পের সঙ্গে যতটা সম্ভব বেশি সময় কাটাতে চান মেলানিয়া। তাই আগে থাকতেই ট্রাম্পের সঙ্গে 'চুক্তি' সেরে রেখেছেন। শীঘ্রই নিউ ইয়র্কে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন ১৮ বছর বয়সি ট্রাম্প। ইউনিভার্সিটির জীবনের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারেন ব্যারন, তাই ওই সময়ে ছেলের পাশে থাকতে চান মেলানিয়া। 


আরও পড়ুন: Rishi Sunak:'আমার বিশ্বাসই আমাকে অনুপ্রেরণা এবং স্বস্তি জোগায়', ভোটের আগে ফের হিন্দু-পরিচয় সুনাকের মুখে


মেলানিয়ার এক ঘনিষ্ঠতে উদ্ধৃত করে আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছে, ছেলের প্রতি বরাবরই যত্নশীল মেলানিয়া। ব্যারন যখন ইউনিভার্সিটিতে পড়বেন, সেই সময় মেলানিয়া তাঁর কাছে কাছে থাকতে চান। এর আগে কখনও একা থাকেননি ব্যারন। বরাবর মেলানিয়াই ছেলের সবকিছুতে যুক্ত থেকেছেন। তাই ছেলের থেকে দূরে, ওয়াশিংটনে পড়ে থাকার ইচ্ছে নেই তাঁর। ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে, ব্যারনের উপর মানসিক চাপও বাড়বে বলে আশঙ্কা মেলানিয়ার।




নিজে মডেল ছিলেন, বিয়ে করেছেন ট্রাম্পকে, তার পরও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই রক্ষণশীল মেলানিয়া। ট্রাম্প প্রথম বার যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই সময়ও মেলানিয়া  জনসমক্ষে নিয়ম করে হাজিরা দেওয়া নিয়ে অসন্তুষ্ট ছিলেন বলে জানা গিয়েছে। সম্প্রতি ফ্লোরিডা থেকে ব্যারনকে রিপাবলিকানদের প্রতিনিধি হিসেব ব্য়ারনকে তুলে ধরার কথা উঠলেও, মেলানিয়াই তাতে বাধা দেন বলে দাবি সামনে এসেছে।


ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার মনোমালিন্যর কথাও বার বার সামনে এসেছে। প্রকাশ্যে হাত ধরতে না চাওয়া থেকে গা ছাড়া ভাব, বার বার প্রশ্নের মুখে পড়েছেন তাঁরা। এমনকি যৌন নিগ্রহের মামলায় যখন জেরবার ট্রাম্প, সেই সময়ও মেলানিয়া নিজেকে সরিয়ে রেখেছিলেন বলে দাবি সামনে আসে।  এবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আবারও সেই নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে।