মেলানিয়াকে স্বাগত জানাতে পারেন তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে গত রবিবার শপথ নেওয়া অরবিন্দ কেজরিবাল।
প্রসঙ্গত, দিল্লির সরকারি স্কুলে পড়ুয়াদের মধ্যে পড়াশোনার চাপে মানসিক অবসাদ, ভীতি কাটাতে দু বছর আগে হ্যাপিনেস ক্লাস চালু হয়। এটি উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার ভাবনা। মানসিক চাপ কাটাতে পড়ুয়াদের এই ক্লাসে ৪০ মিনিট ধ্যান, আরাম করা, এমনকী মাঠেঘাটে ছোটাছুটি, নানা কাজকর্ম করতে হয়।
সেখানে মেলানিয়া একাই যেতে পারেন বলে খবর। সূত্রটি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় ব্যস্ত থাকবেন, সেই ফাঁকেই ওই স্কুলে ঘুরে আসবেন মেলানিয়া।
সাম্প্রতিক দিল্লি বিধানসভা ভোটে রাজধানীর সরকারি স্কুলগুলির হাল নিয়ে ব্য়াপক তরজা হয় বিজেপি ও আমআদমি পার্টি (আপ) পরিচালিত কেজরিবাল সরকারের মধ্যে। একটি ভিডিও প্রকাশ করে ভোটপ্রচারে বিজেপি তাতে রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলির ‘বেহাল’ ছবি সামনে আনার দাবি করে। কেজরিবালরা তা খারিজ করেন। সেই বিতর্কের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীর হাই-প্রোফাইল সফরের সূচিতে দিল্লির একটি সরকারি স্কুলকে অন্তর্ভুক্ত করা নজরে পড়ার মতোই ব্যাপার।
ট্রাম্প-দম্পতি সোমবার আমদাবাদ আসছেন। প্রধানমন্ত্রী মোদির রাজ্যের সবচেয়ে বড় শহরে নতুন তৈরি হওয়া ক্রিকেট স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যাবেন তাঁরা। ওই মেগা কর্মসূচি শেষে সেদিন রাতে তাঁরা দিল্লি রওনা হবেন। দিল্লি পৌঁছনোর আগে তাঁরা তাজমহল দেখতে কিছুক্ষণের জন্য যাবেন আগরায়।