মারা গেলেন প্রণব মুখোপাধ্যায়ের দিদি, বয়স হয়েছিল ৯১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2020 09:38 AM (IST)
পরিবার সূত্রে খবর, অন্নপূর্ণা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকাল ৭টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
বীরভূম: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দিদি অন্নপূর্ণা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৯১। বীরভূমের কীর্ণাহারের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। রাষ্ট্রপতি থাকাকালীনও দিদির সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি আসতেন প্রণব। পরিবার সূত্রে খবর, অন্নপূর্ণা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকাল ৭টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।