মুম্বই: সতীর্থ শ্রেয়স আয়ারের মায়ের হাতের তৈরি নীর ধোসা দারুন উপভোগ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।


বুধবার করা ইনস্টাগ্রাম পোস্টে কোহলি লেখেন, মুম্বইতে তাঁর বাড়ির কাছেই থাকেন শ্রেয়স। সম্প্রতি, কোহলির বাড়িতে এসেছিলেন। সঙ্গে নিয়ে এসেছিলেন মায়ের হাতের তৈরি নীর ধোসা।


শ্রেয়সের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন কোহলি। সেখানে দেখা যায়, দুজনে সোশ্যাল ডিস্টান্সিংয়ের নিয়ম মেনে চলছেন। একইসঙ্গে করোনাভাইরাসের আবহে মাস্ক পরে রয়েছেন।


কোহলির ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, এক সহৃদয় প্রতিবেশী, যে ৫০০ মিটার দূরেই থাকে বাড়িতে তৈরি নীর ধোসা নিয়ে এসে আমাদের মুখে হাসি ফুটিয়েছে। তোমার মাকে অনেক ধন্যবাদ। দীর্ঘদিন যাবৎ আমরা এরকম সুস্বাদু ধোসা খাইনি। আশা করি তুমিও মাশরুম বিরিয়ানি পছন্দ করেছ, যা তোমাকে দিয়েছি।





সোশ্যাল মিডিয়ায় নিজস্ব ঢঙের বাগ্ময়তার জন্য পরিচিত ভারতীয় স্পিনার যুযবেন্দ্র চহাল কোহলির ওই পোস্টের জবাব দিতে দেরি করেননি। সেখানে তিনি লেখেন, ভাই আমি মাত্র ১৪০০ কিমি দূরে। আমাকেও একটু বিরিয়ানি পাঠাও।


প্রসঙ্গত, কোভিড-১৯ সময়কালে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সক্রিয় কোহলি। তাঁর ফিটনেসের রহস্যের নেপথ্যে থাকা কঠোর অনুশীলনের ঝলক ছোট ভিডিও করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন কোহলি।


গত সপ্তাহে পাওয়ার স্ন্যাচ অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেন ভারত অধিনায়ক। সেখানে তিনি লেখেন, যদি আমাকে যে কোনও একটা কসরৎ বাছতে বলা হয়, যা রোজ করব, তাহলে আমি এটা বাছব। পাওয়ার স্ন্যাচ ভালবাসি।


এর আগে, আরেক সতীর্থ হার্দিক পাণ্ড্য ফ্লাই পুশ-আপের ভিডিও পোস্ট করেছিলেন। সেই দেখে অনুপ্রাণিত হয়ে কোহলিও একই কসরতের ভিডিও পোস্ট করেন।