Meta: গত কয়েকদিন ধরে বিশ্বের বেশ কিছু প্রথম সারির সংস্থা থেকে অনেক উচ্চপদস্থ আধিকারিক পদত্যাগ করেছেন। এর পাশাপাশি জনপ্রিয় বিভিন্ন সংস্থায় চলছে ব্যাপক হারে কর্মী ছাঁটাই। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া এবং মেটা ইন্ডিয়ার প্রধান পদত্যাগ করেছেন। জোম্যাটোর সহ-প্রতিষ্ঠাতাও পদত্যাগ করেছেন সম্প্রতি। এর মাঝে হঠাৎই শোনা গিয়েছিল যে মেটা- র প্রধান মার্ক জুকেরবার্গও (Mark Zuckerberg) নাকি আগামী বছর পদত্যাগ করতে চলেছেন। তবে এই খবর অস্বীকার করা হয়েছে মেটার তরফে। জানানো হয়েছে, মেটা প্রধান মার্ক জুকেরবার্গ (Meta CEO Mark Zuckerberg) ২০২৩ সালে পদত্যাগ করছেন না। মেটা- র Communications Director অ্যান্ডি স্টোন নিজে ট্যুইট করে জানিয়েছেন মার্ক জুকেরবার্গের পদত্যাগের খবর আসলে ভুয়ো।
প্রসঙ্গত উল্লেখ্য, মেটা- র বিভিন্ন মাধ্যম থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে। এর দায় কার্যত নিজের ঘাড়েই নিয়েছেন মার্ক জুকেরবার্গ। এই সবের মধ্যে তাঁর পদত্যাগের খবর নিমেষে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে মেটা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন যে মার্ক জুকেরবার্গ ২০২৩ সালে মেটা থেকে মোটেই পদত্যাগ করছেন না। বরং সূত্রের খবর, মার্ক জুকেরবার্গ তাঁর কয়েক হাজার কোটি টাকার প্রোজেক্ট মেটাভার্স- এর দিকে মন দিয়েছেন। মেটা প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মেটাভার্সের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল জুকেরবার্গ পদত্যাগ করলেও মেটাভার্সে নাকি প্রভাব পড়বে না। বর্তমানে অবশ্য মার্ক জুকেওরবার্গের পদত্যাগের খবরকেই নস্যাৎ করে দিয়েছে মেটা কর্তৃপক্ষ।
২০২২ সালের শেষে দিকে ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের প্রথম সারির বেশ কিছু টেক জায়ান্ট। প্রথম কর্মী ছাঁটাই শুরু হয় ট্যুইটারে। অক্টোবরের শেষদিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়েছিল। ইলন মাস্ক ট্যুইটারে যোগদানের এক সপ্তাহের মধ্যে প্রথম পর্যায়ের কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এই তালিকায় নাম লিখিয়েছিল অ্যামাজন এবং ডিজনির মতো সংস্থাও। বাদ যায়নি মেটা-ও। এক ধাক্কায় প্রায় ১১ হাজার কর্মী মেটা থেকে চাকরি খুইয়েছিলেন। এর পাশাপাশি ২০২৩ সাল অর্থা আগামী বছরের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত কর্মী নিয়োগও বন্ধ রেখেছে মেটা। ডিজনি সংস্থাতেও বন্ধ রাখা হয়েছে কর্মী নিয়োগ। শোনা যাচ্ছে জোম্যাটো সংস্থা থেকেও নাকি কর্মী ছাঁটাই ব্যাপক হারে। অন্যদিকে আবার অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে যে , আগামী বছরেও তাদের কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। এর মাঝে সম্প্রতি ইলন মাস্ক সাম্নায় আশার আবণী শুনিয়েছেন। তাঁর কথায় ট্যুইটার থেকে আর কর্মী ছাঁটাই করা হবে না। বরং নতুন করে কর্মী নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগে। জাপান, ভারত, ইন্দোনেশিয়া এবং ব্রাজিল থেকে ট্যুইটারে নতুন ইঞ্জিনিয়ার নিয়োগ করার পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের।
আরও পড়ুন- প্রায় ৫০০০ কর্মী ছাঁটাইয়ের পর ভারতে থেকেই ইঞ্জিনিয়ার নিয়োগের পরিকল্পনা ইলন মাস্কের