অস্ট্রিয়া থেকে এসেছে ১৭০০ টনের রেল ট্র্যাক, শুরু হচ্ছে গঙ্গার নীচে ইস্ট ওয়েস্ট মেট্রোর লাইন পাতার কাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jul 2020 05:17 PM (IST)
আশা, ২০২১ সালের মাঝামাঝি এই কাজ শেষ হবে...
NEXT
PREV
কলকাতা: টানেলের পর এবার গঙ্গার নীচে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে লাইন পাতার কাজ শুরু হবে। এর জন্য অস্ট্রিয়া থেকে আনা হয়েছে বিশেষ প্রযুক্তিতে তৈরি রেল ট্র্যাক। যার ওজন ১৭০০ মেট্রিক টন। গঙ্গার নীচে লাইন পাতা হবে হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত। চলতি মাসেই শুরু হবে লাইন পাতার কাজ। বিশেষ যন্ত্রের মাধ্যমে লাইন পাতা হবে। হাওড়া থেকে ধর্মতলা -- গঙ্গার নীচ দিয়ে টানেল তৈরির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এবার শুরু হচ্ছে লাইন পাতার কাজ। কাজ শুরু হবে হাওড়ার দিক থেকে। আশা, ২০২১ সালের মাঝামাঝি এই কাজ শেষ হবে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -