অধিকৃত কাশ্মীরে চিন, পাকিস্তানের বিরুদ্ধে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণ ঘিরে তুমুল বিক্ষোভ স্থানীয়দের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jul 2020 02:38 PM (IST)
নিলম এবং ঝিলম নদীর উপর বেআইনি বাঁধ নির্মাণকে ঘিরে চিন এবং পাকিস্তানের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই একের পর এক বিক্ষোভ প্রদর্শন হয়ে চলেছে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ শহরে। এই শহরের বাসিন্দারা এবার এক দীর্ঘ মিছিল করলেন নিলম-ঝিলম-কোহালা হাইড্রো পাওয়ার প্রজেক্টের বিরুদ্ধে।
নয়াদিল্লি: নিলম এবং ঝিলম নদীর উপর বেআইনি বাঁধ নির্মাণকে ঘিরে চিন এবং পাকিস্তানের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই একের পর এক বিক্ষোভ প্রদর্শন হয়ে চলেছে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ শহরে। এই শহরের বাসিন্দারা এবার এক দীর্ঘ মিছিল করলেন নিলম-ঝিলম-কোহালা হাইড্রো পাওয়ার প্রজেক্টের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের বক্তব্য চীন এবং পাকিস্তানের যৌথ প্রয়াসে তৈরি এই বাঁধ প্রকল্প প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট করবে। বিক্ষোভকারীরা বিষয়টির প্রতি গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য ‘সেভ রিভারস সেভ এজেকে হ্যাশট্যাগ’ দিয়ে নিজেদের কথা তুলে এনেছেন ট্যুইটারে। তাঁদের বক্তব্য, কাশ্মীরের বিতর্কিত জমির উপর কোন আইনের বলে চিন এবং পাকিস্তান বাঁধ প্রকল্পের কাজ শুরু করছে! নদী দখল করার মধ্য দিয়ে তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের চুক্তিও ভঙ্গ করছে বলে মনে করছেন বিক্ষোভকারীরা। তাঁদের নেতৃস্থানীয় একজন জানিয়েছেন, কোহালা প্রজেক্ট ঘিরে আমরা নিয়মিত বিক্ষোভ দেখাব। যতদিন না এর কাজ বন্ধ হচ্ছে বিক্ষোভ চলতেই থাকবে। সম্প্রতি কোহালা জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে চিনের সঙ্গে পাকিস্তানের যে কথা হয়েছে তা অনুযায়ী, প্রকল্প থেকে ১ হাজার ১২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এতে খরচ হবে প্রায় আড়াই বিলিয়ন ডলার।