নয়দিল্লি: মঙ্গলবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে লকডাউনের সময়সীমা বাড়ানোর ঘোষণা করেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে জানান এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রক জানাল, দেশ জুড়ে বন্ধ থাকবে বাস-ট্রেন-বিমান পরিষেবা। বন্ধ রাখা হবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। অবশ্য প্রধানমন্ত্রীর কথামতো আগামী ২০ এপ্রিলের পর ছাড় দেওয়া হবে কৃষি ক্ষেত্র, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স এবং আন্তঃরাজ্য পণ্য পরিবহণ ব্যবস্থায়। দেখে নেব মন্ত্রকের নির্দেশ এক ঝলকে।




লকডাউন চলাকালীন কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে দেখে নিন-

১. দেশজুড়ে রেল-বিমান ও বাস চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

২. কর্মস্থলে এবং রাস্তায় মাস্ক পরা বাধ্যতামূলক।

৩. বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।

৪. কারখানা, হোটেল-রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হল বন্ধ থাকবে।

৫. বন্ধ থাকবে দেশের সমস্ত পর্যটন কেন্দ্র।

৬. সবরকম রাজনৈতিক ও সামাজিক জমায়েতে নিষেধাজ্ঞা বজায় থাকবে।

৭. বন্ধ থাকবে সমস্ত ধর্মীয় স্থান।

৮. প্রার্থনার জন্য জমায়েত করা যাবে না।

৯. যত্রতত্র থুতু ফেললে জরিমানা।

১০. জরুরি প্রয়োজন ছাড়া হটস্পটগুলিতে ঢোকা-বেরনো নিষেধ।

২০ এপ্রিলের পর যে যে ক্ষেত্রে ছাড় মিলবে -

১. অত্যাবশ্যকীয় পণ্য উত্পাদন, প্যাকেজিং

২. আইটি হার্ডওয়্যার শিল্প

৩. কয়লা, খনি ও তেল উত্পাদন

৪. তথ্যপ্রযুক্তি, আর্থিক ক্ষেত্র

৫. কেন্দ্রীয়, রাজ্য সরকারি দফতর, পঞ্চায়েত, পুরসভা

৬. কৃষি, চা, কফি, দুগ্ধ উত্পাদন, সরবরাহ

৭. বিশেষ অর্থনৈতিক অঞ্চল

৮. আন্তঃরাজ্য পণ্য পরিবহণ