দুবাই: কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করল মুম্বই ইন্ডিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন বাঁ হাতি ওপেনার কুইন্টন ডি কক। ক্রুণাল পাণ্ড্য করেন ৩৪ রান। কাইরন পোলার্ড ১২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। নাথান কুল্টার-নাইল ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।
এই ম্যাচে অবশ্য রান পাননি মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। তিনি মাত্র ৯ রান করেন। তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব কোনও রানই করতে পারেননি। ঈশান কিষাণ করেন মাত্র ৭ রান। হার্দিক পাণ্ড্য করেন মাত্র ৮ রান।
পঞ্জাবের হয়ে দু’টি করে উইকেট নেন মহম্মদ শামি ও আর্শদীপ সিংহ। একটি করে উইকেট নেন ক্রিস জর্ডন ও রবি বিষ্ণোই।
MI vs KXIP, LIVE IPL 2020 LIVE Score Updates: পঞ্জাবের বিরুদ্ধে মুম্বইয়ের স্কোর ১৭৬/৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2020 09:36 PM (IST)
মুম্বইয়ের হয়ে অর্ধশতরান করেন কুইন্টন ডি কক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -