নয়াদিল্লি: সরকারি পরিসংখ্যানই বলছে, বৃদ্ধির হার আশানুরূপ নয়। সেই আবহেই রিজার্ভ ব্য়াঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) সঙ্গে সাক্ষাৎ করলেন মাইক্রোসফ্ট-এর সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। মঙ্গলবার মুম্বইয়ে দু'জনের মধ্যে সাক্ষাৎ হয়। অর্থনীতি, ডিজিটাল লেনদেন-সহ একাধিক বিষয় নিয়ে সেখানে দু'জনের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে (Bill Gates-RBI Governor Meet)। 


মঙ্গলবার মুম্বইয়ে দু'জনের মধ্যে সাক্ষাৎ হয়


গেটসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তিনি লেখেন, 'বিল গেটসের সঙ্গে চমৎকার আলোচনা হল। কথা হল অর্থনৈতিক অন্তর্ভুক্তি, লেনদেন প্রযুক্তি, ডিজিটাল ঋণ-সহ নানা বিষয়ে '।



আরও পড়ুন: Delhi Ministers Resignation: গ্রেফতার হওয়ার পর সিদ্ধান্ত, দিল্লির উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা সিসৌদিয়ার, সরলেন সত্যেন্দ্রও


উল্লেখ্য, দিন কয়েক আগেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন গেটস। পোলিও-র অবসান, এইচআইভি সংক্রমণ দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ এবং শিশুমৃত্যু প্রতিরোধী ভারতের সদর্থক পদক্ষেপের কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। 


দিন কয়েক আগেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন গেটস


নিজের ব্লগে গেটস লিখেছিলেন, 'উদ্ভাবনে নিজস্ব পন্থা নিয়ে এগিয়েছে ভারত, যাতে যাঁদের প্রয়োজন, তাঁদের কাছে সাহায্য পৌঁছয়। রোটাভাইরাসের টিকা, যা কিনা ডায়েরিয়ার ভাইরাস প্রতিরোধ করে, সকলের কাছে তা সহজলভ্য ছিল না। ভারত নিজেই নিজের জন্য টিকা তৈরির সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞ, গেটস ফাউন্ডেশন-সহ বিনিয়োগকারীদের সঙ্গে হাত মিলিয়ে কারখানা, টিকা সরবরাহের ব্যবস্থা গড়ে তোলে। তাতে ২০২১ পর্যন্ত ১ বছর বয়সি শিশুদের ৮৩ শতাংশ রোটাভাইরাস প্রতিরোধী টিকা পেয়ে গিয়েছে। সস্তার ওই টিকা এখন বিশ্বের বিভিন্ন দেশ ব্যবহার করছে'। গেটসের এই মন্তব্য ছড়িয়ে পড়তে দেরি হয়নি। তার ঠিক পরই ভারত সফরে এলেন গেটস।


মঙ্গলবার মুম্বইয়ে RBI-এর সদর দফতরে পৌঁছন গেটস। দিল্লি সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতেই ভারতে এসেছেন গেটস। গেটস জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যের উন্নতিতে গোটা বিশ্বকে একজোট দেখতে চান তিনি। ভারতই এ ব্যাপারে আশা দেখায় তাঁকে। কারণ পোলিও, এইচআইভি, দারিদ্র্য দূরীকরণ থেকে শিশুমূৃত্যু প্রতিরোধে নজির গড়েছে ভারত।