নয়া দিল্লি: সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার মহিলা সাংসদের সঙ্গে একটি সেলফি পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার ট্রোলের মুখোমুখি হয়েছেন। কংগ্রেসের বর্ষীয়ান নেতা ছবিটি পোস্ট করে টুইটারে বলেন যে লোকসভা একটি "কাজ করার জন্য আকর্ষণীয় জায়গা"।                        



সোমবার শশী থারুরের পোস্ট নিয়ে সোশালে তুমুল বিতর্ক হয়। বেশ কয়েকজন রাজনীতিবিদও থারুরকে কটাক্ষ করেছেন। বিজেপি বিধায়ক রাজেশ নগর টুইটারে গিয়ে লোকসভায় মহিলাদের সঙ্গে সেলফি তোলার জন্য শশী থারুরকে নিন্দা করেছেন। রাজেশ নাগর টুইট করেছে বলেছেন, "মিস্টার থারুর, লোকসভা আইন প্রণয়নের জন্য মহিলাদের সঙ্গে সেলফি তোলা এবং তাদের "আকর্ষণীয়" বলার জন্য নয়। আপনি ভবিষ্যতের সাংসদের জন্য একটি ভুল নজির স্থাপন করছেন।”                                                                                 



যদিও মিমি চক্রবর্তী রাজেশ নগরের টুইটের জবাব দিয়েছেন এবং লিখেছেন যে তিনিই আসলে সেলফি তুলেছিলেন। মিমি চক্রবর্তী লিখেছেন, "স্যার আমি সেলফি নিয়েছিলাম, এই সেলফিটি তিনি নেননি।"                



এখন ভাইরাল হওয়া তার পোস্টে, শশী থারুর বারামতির সাংসদ সুপ্রিয়া সুলে, পাতিয়ালার সাংসদ প্রনীত কৌর, দক্ষিণ চেন্নাইয়ের সাংসদ থামিঝাচি থাঙ্গাপান্ডিয়ান, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, বসিরহাটের সাংসদ নুশরত জাহান, সাংসদ এস জোথিমনির সঙ্গে একটি সেলফিতে পোজ দিয়েছেন।                        


সেখানে তিনি লিখেছেন, “কে বলে লোকসভা কাজের জন্য আকর্ষণীয় জায়গা নয়? আজ সকালে আমার ছয় সহকর্মী সাংসদের সঙ্গে।”