নয়াদিল্লি: করোনার জেরে এবার অফলাইন পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এদিন শিক্ষামন্ত্রকের তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। এই অবস্থায় মে মাসে অফলাইন পরীক্ষা স্থগিত রাখতে হবে। তবে অফলাইন পরীক্ষা নেওয়া যেতে পারে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রক। 


করোনার জেরে এর আগেই বোর্ড পরীক্ষা থেকে স্কুলের পরীক্ষা স্থগিত বা বাতিল করেছে একাধিক রাজ্য। সেই তালিকায় আছে সিবিএসই, আইসিএসই-র মতো পরীক্ষাও। যদিও কেন্দ্রের তরফে এর আগে আলাদা করে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। এবার করোনা মোকাবিলায় আরও বেশি সচেতন হওয়ার বার্তা দিল কেন্দ্র। আর ঠিক সেই কারণেই এবার শিক্ষা প্রতিষ্ঠানে এসে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।


বিশেষজ্ঞরা আগেই বলেছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের আশঙ্কা থাকছে শিশুদেরও। ওয়াকিবহল মহলের মতে, তাই এবার সব রকমের অফলাইন পরীক্ষা স্থগিতের নির্দেশ কেন্দ্রের। উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া বা বাতিল করার দাবি উঠছিল। গত মাসে শিক্ষামন্ত্রকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এরপরই শিক্ষামন্ত্রক সিবিএসই পরীক্ষা বাতিল ও স্থগিতের ঘোষণা করে। বলা হয়, দশম শ্রেণীর পরীক্ষার ফল বোর্ডের তৈরি মাপকাঠি অনুযায়ী স্থির করা হবে। দ্বাদশের পরীক্ষা পরে হবে। বোর্ড আগামী ১ জুন পরিস্থিতির পর্যালোচনা করবে বলেও জানানো হয়। সংবাদসংস্থাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, অভ্যন্তরীণ পর্যালোচনার ভিত্তিতে দশম শ্রেণীর পড়ুয়াদের প্রোমোশন দেওয়া হবে। এই পর্যালোচনায় সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট পড়ুয়া পরিস্থিতি স্বাভাবিক বলে পরীক্ষার জন্য বসতে পারবে।


এরপরই সিআইএসসিই সিদ্ধান্ত নেয় পরীক্ষা স্থগিত রাখার। দশম শ্রেণির পরীক্ষা দেওয়ার বিষয়টি ছাত্রছাত্রীদের ঐচ্ছিক করা হল। কবে হবে পরীক্ষা, সেই সিদ্ধান্ত হবে জুনের প্রথম সপ্তাহে। বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার তারিখ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে’।