কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যর পর  তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ মে সম্ভবত শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ৬ মে শপথ গ্রহণ করবেন  নতুন বিধায়করা। প্রোটেম স্পিকার হিসেবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনিই অধ্যক্ষ হবেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।


পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, দলের নব নির্বাচিত বিধায়করা সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। আমরা চাইছি, তিনি ৫ মে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিন।


উল্লেখ্য, এই নিয়ে পরপর তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ তে বামফ্রন্ট জমানার অবসান ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছিল তৃণমূল। এরপর ২০১৬-র বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়ে প্রত্যাবর্তন ঘটেছিল তৃণমূলের। এবারের বিধানসভা নির্বাচনে ২১৩ আসন পেয়ে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। 


গতকাল জয়ের পরই তিনি বলেছেন, খুব সংক্ষিপ্ত হবে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নেবেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, করোনার প্রকোপ মোকাবিলাই এখন তাঁর অগ্রাধিকারের বিষয়। তিনি দলীয় কর্মীদের করোনা পরিস্থিতিতে কোনও ধরনের বিজয় মিছিল না করার আর্জি জানিয়েছেন। 


মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, করোনা অতিমারীর অবসান হলে ব্রিগেড সমাবেশ করে দলের এই বিপুল সাফল্যের উদযাপন করা হবে।এবার আট দফায় নির্বাচন হয়েছিল। আট দফায় ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছিল ত়ৃণমূল। ভোট পর্ব চলাকালেও শেষের কয়েকটি পর্ব করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একসঙ্গে করার আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  কিন্ত কমিশন এই দাবি মানা সম্ভব নয় বলে জানিয়েছিল। আট দফার নির্বাচন শেষে গতকাল ফল প্রকাশিত হয়েছে। ভোট গণনায় ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল। প্রধান প্রতিপক্ষ বিজেপিকে পিছনে ফেলে দুশো-র বেশি আসন নিয়ে ফের মুখ্যমন্ত্রী  হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


 


বিস্তারিত আসছে...