দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে নাবালিকাকে গাড়িতে তুলে অপহরণের অভিযোগ। কিশোরীকে বাঁচাতে গাড়ির পিছু ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। বারুইপুরে ঢোকার মুখে গাড়িটিকে ধরে ফেলে পুলিশ। গ্রেফতার ২। পলাতক ১ অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।
ঘটনায় প্রকাশ, রোজকার মতো বিকেলে বোনকে স্কুল থেকে আনতে যাচ্ছিল নাবালিকা দিদি। কিন্তু চেনা পথেই যে ওঁত পেতে রয়েছে বিপদ, ঘুণাক্ষরেও তা টের পায়নি নাবালিকা। তারপর যা ঘটল, রুপোলি পর্দার থ্রিলারের থেকে কম কিছু নয়!
নাবালিকার দাবি, হঠাৎ সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই নাবালিকাকে জোর করে গাড়িতে তুলে নেয় ৩ দুষ্কৃতী। চোখের সামনে এই কাণ্ড থেকে হাত গুটিয়ে বসে থাকতে পারেননি স্থানীয় বাসিন্দারা। দু’টি মোটরবাইকে করে গাড়িটিকে ধাওয়া করেন তাঁরা। খবর পৌঁছয় কুলপি থানায়।
বারুইপুরে ঢোকার মুখে গাড়িটিকে ধরে ফেলে পুলিশ। ফিরোজ শেখ ও রাজা আচার্য নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। যদিও গাড়িতে থাকা তৃতীয়জনকে ধরতে পারেনি পুলিশ। অপহরণের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার নেপথ্যে পারিবারিক বিবাদ থাকতে পারে। পলাতক তৃতীয় অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।
কুলপিতে নাবালিকাকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা, পিছু ধাওয়া স্থানীয়দের, উদ্ধার কিশোরী, ধৃত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Mar 2017 07:49 PM (IST)
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -