মুম্বই: প্যারোলে থাকার মধ্যেই নিখোঁজ ১৯৯৩-এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে কানপুরে ধরা পড়ল। ওই মামলায় তার যাবজ্জীবন কারাবাস হয়েছিল।
রাজ্য পুলিশের ডিজিপি ও পি সিংহ জানিয়েছেন, ৬৮ বছর বয়সি জালিস আনসারি নামে বিস্ফোরণ মামলায় দোষী ঘোষিত ব্যক্তি রাজস্থানের আজমেড় সেন্ট্রাল জেল থেকে ২১ দিনের প্যারোলে বেরয়। কথা ছিল, শুক্রবার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবে সে। কিন্তু গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ হয় সে। মুম্বইয়ের আগরিপাড়া থানায় নিখোঁজ ব্যক্তি সংক্রান্ত রিপোর্ট দায়ের করা হয়। আগরিপাড়ার মোমিনপুরার বাসিন্দা আনসারি দেশব্যাপী অনেক বিস্ফোরণেই জড়িত বলে সন্দেহ। ‘ডক্টর বম্ব’ নামেও পরিচিত সে।
তাকে শর্ত দেওয়া হয়েছিল, প্যারোলে থাকাকালে রোজ আগরিপাড়া থানায় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টার মধ্যে হাজিরা দিতে হবে। কিন্তু বৃহস্পতিবার নির্ধারিত সময় থানায় যায়নি সে। দুপুরে তার ৩৫ বছরের ছেলে থানায় এসে সে নিখোঁজ বলে জানায়। অভিযোগনামায় সে দাবি করে, আনসারি ভোরে ঘুম থেকে উঠে পরিবারের লোকজনকে জানায়, সে নমাজ পড়তে যাচ্ছে, কিন্তু বেরিয়ে আর ফেরেনি। ছেলের বক্তব্যের ভিত্তিতে আগরিপাড়া থানায় নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করা হয়। আনসারির খোঁজে ব্যাপক তল্লাসিতে নামে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা, মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন স্কোয়াড।
আনসারির বিরুদ্ধে সিমি, ইন্ডিয়ান মুজাহিদিনের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রাখা, তাদের বোমা তৈরির কৌশল শেখানোর অভিযোগ রয়েছে।
মুম্বইয়ে ২০০৮ এর বিস্ফোরণের ব্যাপারে তাকে ২০১১-য় এনআইএ জেরা করেছিল বলে জানিয়েছেন জনৈক পুলিশকর্তা।