কলকাতা: ট্রেলার জুড়ে ছিল নস্ট্যালজিয়া.. প্রথম মুক্তি পাওয়া গানে রইল ঈদের খুশির আমেজ। আজ মুক্তি পেল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'কাবুলিওয়ালা' (Kabuliwala) ছবির নতুন গান 'খুশি কি ঈদ' (Khushi Ki Eid)। সেখানে একদিকে যেমন রইল গানের সুর, নস্ট্যালজিয়া... অন্যদিকে দেওয়া হল এক সম্প্রীতির বার্তাও। 


এই গানে তুলে ধরা হয়েছে রহমত ও মিনির ভালবাসার বন্ধনকে। রহমত একটি ঈদের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছে এমনই একটি দৃশ্য দেখানো হয়েছে গানে। কিন্তু সেই আনন্দ উৎসবের মধ্যেও যেন রহমতের ফাঁকা লাগে। কি যেন নেই। কিন্তু বাবার সঙ্গে মিনি আসতেই বদলে যায় তার চোখ-মুখ। ছোট্ট মিনিকে কোলে নিয়ে ঈদের আনন্দ উৎসবে মেতে ওঠে সে। গোটা ছবিতে, ট্রেলারে অনুমেঘাকে ফ্রক বা শাড়িতে দেখা গেলেও এখানে তাঁর গায়ে দেখা গেল পাঠানি সালোয়ার কামিজ। তবে আবিরের পরণে সাধারণ পাজামা-পাঞ্জাবিই। তাকেও দেখা গেল সেই গানে গলা মেলাতে। দুই ধর্মের মেলবন্ধনের ছবিতে অর্থবহ হয়ে উঠল এই গান। জাভেদ আলি ও ঈশান মিত্রের কন্ঠে, শ্রীজাতর লেখনিতে ও ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে এই গানটি আজই মুক্তি পেয়েছে। 


সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। সেখানে যেমন রয়েছে আইকনিক বেশ কিছু পুরনো সংলাপ-দৃশ্য.. তেমনই দেখা গেল নতুন কিছু সংযোজনও। রয়েছে বেশ কিছু গান ও কোর্টরুমের দৃশ্য যেগুলো বেশ কিছুটা নতুন লাগতে পারে দর্শকদের। নতুন এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসে। এই ছবিতে, মিনির মা স্নেহলতার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার (Sohini Sarkar)-কে। মিনির বাবা অর্থাৎ অরবিন্দের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে। চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। শীতের ছুটিতে সাহিত্য আর বিনোদনের মেলবন্ধনকে উপভোগ করতে তৈরি অনুরাগীরা। 


কাবুলিওয়ালার গল্প কমবেশি সবারই জানা। 'এসভিএফ এন্টারটেনমেন্ট' প্রযোজিত, 'জিও স্টুডিওজ' ও 'এসভিএফ এন্টারটেনমেন্ট' নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'কাবুলিওয়ালা' অবলম্বনে ফের স্মৃতি রোমন্থন হতে চলেছে বাঙালি দর্শকের। ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন 'কাবুলিওয়ালা'।


আরও পড়ুন: Abir Chatterjee: শ্রুতির সঙ্গে প্রেম, পরাণের লেখনীতে ফের গোয়েন্দা চরিত্রে আবির


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।