মালদা: শ্রমিক স্পেশাল ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু। মালদার সামসি স্টেশনের কাছে মৃতদেহ উদ্ধার। মুম্বই থেকে আসা ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ২৬ বছর বয়সী মহিলার। দুর্ঘটনা না অন্য কিছু, তা খতিয়ে দেখছে রেল পুলিশ।


পুলিশ জানিয়েছে, মুম্বই থেকে নাগাল্যান্ডগামী শ্রমিক স্পেশাল ট্রেনে করে বাড়ি ফিরছিলেন মিজোরামের বাসিন্দা বনলাল মঙ্গাই জুয়ালি নামে ওই মহিলা। জানা গিয়েছে, কম্পার্টমেন্টের দরজায় দাঁড়িয়ে ছিলেন তিনি। মালদা টাউনে রেল পুলিশের ইন্সপেক্টের ইন-চার্জ ভাষ্কর প্রধান জানান, সম্ভবত তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় তিনি ট্রেন থেকে পড়ে যান।


জিআরপির দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি রাত একটা নাগাদ ভগবানপুর ও শ্রীপুর রেল গেটের মধ্যে ঘটেছে। ট্রেনটি উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে কাটিহার ডিভিসনের অন্তর্গত মালদা টাউন স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই ঘটে ঘটনাটি।


পুলিশ জানিয়েছে, আওয়াজ হতেই, সহযাত্রীরা সঙ্গে সঙ্গে চেন টেনে ট্রেন থামান। পুলিশ এসে জুয়ালিকে উদ্ধার করে সামসি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


রেলের তরফে জানা গিয়েছে, পুণেতে একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করতেন জুয়ালি। সেখানে প্রায় ২ মাস আটকে থাকার পর তিনি বাড়ি ফিরছিলেন। নিহতের পরিবারকে খবর পাঠানো হয়েছে।


অন্যদিকে, কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার পথে, পদাতিক এক্সপ্রেসে মৃত্যু বৃদ্ধার। মৃতের নাম রীতা শেরপা। রেল সূত্রে খবর, দার্জিলিঙের সোনাদার বাসিন্দা ৬২ বছরের ওই বৃদ্ধা কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে ওঠেন।


নিউ জলপাইগুড়ি স্টেশনে তাঁর নামার কথা ছিল। রেল সূত্রে খবর, ট্রেন মালদা টাউন স্টেশন ছাড়ার পর ওই বৃদ্ধার মৃত্যু হয়। তারপর ট্রেন থামিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ওই বৃদ্ধা ডায়াবেটিসে ভুগছিলেন। সেই কারণে মৃত্যু কিনা, খতিয়ে দেখা হচ্ছে।