নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘টিউবলাইট’ কটাক্ষের পাল্টা মুখ খুলে ‘এমনটা একজন প্রধানমন্ত্রীকে মানায় না’ বলে প্রতিক্রিয়া দিলেন রাহুল গাঁধী। শুক্রবার প্রধানমন্ত্রীর গতকাল লোকসভায় দেওয়া ভাষণে ওই মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া চাওয়া হলে সংসদের বাইরে সাংবাদিকদের কংগ্রেস এমপি বলেন, সাধারণত একজন প্রধানমন্ত্রীর একটা বিশেষ মর্যাদা, স্থান থাকে। তাঁর আচার-ব্যবহার প্রধানমন্ত্রীসুলভ, বিশেষ রকমের হয়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে এসব নেই। তিনি প্রধানমন্ত্রীর মতো আচরণ করেন না।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাজেট অধিবেশনে দেওয়া ভাষণে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে বিতর্কের পর জবাবি ভাষণে রাহুলের কর্মসংস্থানের সঙ্কট ইস্যুতে ‘দেশের যুবকরা মোদিকে ৬ মাস বাদে ডান্ডার বাড়ি মারবে’ বলে মন্তব্য়ের উল্লেখ করেন। রাহুল তখন কিছু বলতে উঠে দাঁড়ালে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ৩০-৪০ মিনিট হয়ে গেল বলছি, কিন্তু ওখানে কারেন্ট পৌঁছতে এত সময় লাগল। অনেক টিউবলাইট এরকমই হয়! মোদির টিপ্পনীতে শাসক বেঞ্চে হাসির রোল ওঠে।
তাঁকে প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, শুক্রবার বিজেপি-এনডিএ শিবিরের এই দাবি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের তাঁর নিন্দায় সরব হওয়া-সবই তাঁকে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা থেকে বিরত রাখার পরিকল্পনা বলে দাবি করেন রাহুল। বলেন, আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে। সংসদে বলতে দেওয়া হচ্ছে না। ওরা দাবিয়ে রাখছে আমাদের।
মেডিকেল কলেজ না থাকার ফলে নিজের কেন্দ্র ওয়েনাড়ের বাসিন্দাদের চিকিত্সার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার প্রসঙ্গ তুলতে গিয়েছিলেন, কিন্তু আমায় বাধা দেওয়া হয়, দাবি করেন রাহুল।