নয়াদিল্লি: নরেন্দ্র মোদি সরকার জাতীয় সুরক্ষা, উন্নয়ন ও গরিবের মঙ্গলে সঙ্গে ‘সমার্থক’ বলে মন্তব্য করলেন অমিত শাহ। দ্বিতীয় দফায় কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে ট্যুইট করে তিনি দাবি করেছেন, সমাজের প্রতিটি অংশের কাছে মোদি সরকার আশার প্রতীক হয়ে উঠেছে। একগুচ্ছ ট্যুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত ১০০ দিনে মোদি সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সহ একাধিক ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিয়েছে। প্রতিটি ভারতবাসী গত ৭০ বছর ধরে এই সিদ্ধান্তগুলির অপেক্ষায় ছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি।
এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকেই বাহবা দিয়েছেন অমিত, যিনি বিজেপি সভাপতিও। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, ৩৫ এ ধারা বাতিল বা মুসলিম মহিলাদের তিন তালাকের অভিশাপ থেকে মুক্তি দেওয়া, বেআইনি কার্যকলাপ রোধ আইন (ইউএপিএ) সংশোধন করে দেশের সুরক্ষা মজবুত করা হোক, যাবতীয় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মোদির স্পষ্ট, নির্নায়ক নেতৃত্বের ফল। আমি প্রধানমন্ত্রী মোদিজি ও মন্ত্রিসভায় আমার সব সহকর্মীকে দ্বিতীয় মোদি সরকারের ঐতিহাসিক ১০০ দিন পূর্তিতে অভিনন্দন জানাই। মোদি সরকার আমাদের দেশের উন্নয়ন, কল্যাণ ও নিরাপত্তায় যে কোনও চেষ্টাই বাকি রাখবে না, সেই আশ্বাসও দেশবাসীকে দিলাম। প্রধানমন্ত্রীর প্রশংসায় ট্যুইটে "#MODIfied100" হ্যাশট্যাগও ব্যবহার করেন তিনি। গত ৩০ মে কেন্দ্রে দ্বিতীয় দফায় ইনিংস শুরু করে মোদির নেতৃত্বাধীন বিজেপি-এনডিএ সরকার। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে তারা। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রের যাবতীয় সিদ্ধান্তকে ইতিবাচক বলে তুলে ধরে ব্যাপক প্রচার চালানো হবে।