নয়াদিল্লি: আইসিসি বিশ্বকাপে ভারতীয় টিমের স্বপ্নভঙ্গের পর দেশের ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়ার সদস্যদের। কিন্তু, সবচেয়ে বেশি যাঁকে টার্গেট করা হয়েছিল, তিনি হলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বকাপ শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নেন ধোনি। শুধু তাই নয়, ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজেও থাকছেন না মাহি।
এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতীয় প্রাক্তন কিংবদন্তি স্পিনার ও কোচ অনিল কুম্বলে। তিনি বলেন, যদি জাতীয় নির্বাচকরা মনে করে থাকেন, বর্তমান দলে ধোনির কোনও জায়গা নেই বা তিনি দাবিদার নন, তাহলে প্রাক্তন উইকেটরক্ষকের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসা উচিত বোর্ডের।
কুম্বলের মতে, ভারতীয় ক্রিকেটে ধোনির যে বিশাল অবদান রয়েছে, সেই নিরিখে যোগ্য বিদায়ী সম্বর্ধনা তাঁর প্রাপ্য। এর জন্য নির্বাচকদের উচিত অবসর নিয়ে ধোনির সঙ্গে কথা বলা। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ভবিষ্যৎ এখন চর্চার বিষয়। নির্বাচক কমিটিও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা এখন ভবিষ্যতের কথা ভাবছেন।
একনও ধোনির পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত কি না সেই প্রশ্নের উত্তরে কুম্বলে বলেন, আমার মতে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে মজবুত দাবি পেশ করেছে ঋষভ পন্থ। বিশেষ করে, টি-২০ ক্রিকেটে পন্থ ভাল প্রদর্শন করেছে।
কুম্বলে বলেন, দলের স্বার্থে নির্বাচকদের উচিত ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা। কারণ, এটা গুরুত্বপূ্র্ণ যে, সঠিক দিশা নির্ধারণ করা। যদি, নির্বাচকরা মনে করেন, আগামী টি-২০ বিশ্বকাপের জন্য ধোনি ফিট, তাহলে তাঁর সব ম্যাচ খেলা উচিত। আর তা না হলে, তাঁর অবসর নিয়ে আগামী ২ মাসের মধ্যেই আলোচনা করা উচিত নির্বাচকদের।
সম্মানজনক বিদায় হওয়া উচিত ধোনির: কুম্বলে
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2019 11:24 AM (IST)
কুম্বলে বলেন, আমার মতে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে মজবুত দাবি পেশ করেছে ঋষভ পন্থ। বিশেষ করে, টি-২০ ক্রিকেটে পন্থ ভাল প্রদর্শন করেছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -