নয়াদিল্লি: আজ দেশের কৃষকদের অ্যাকাউন্টে সব মিলিয়ে ১১০০০ কোটি টাকা জমা করতে চলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে। কর্নাটকের তুমকুরে এক জনসভায় প্রধানমন্ত্রী দেশের সে সব কৃষকদের হাতে এই অর্থ তুলে দিতে চলেছেন যাঁরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে বার্ষিক সাহায্য পাওয়ার যোগ্য।
প্রায় ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে ২০০০ টাকার এই প্রথম কিস্তি জমা পড়বে। গত বছর ২৪ ফেব্রুয়ারি চালু হয়েছে এই যোজনা। কৃষি মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৭ কোটি ৬০ লক্ষ কৃষকের খাতায় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কোনও না কোনও কিস্তি জমা পড়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া বেশিরভাগ রাজ্যের কৃষক এর সুযোগ পেয়েছেন। যে সব চাষীর জমি ২ হেক্টরের কম তাঁরা প্রতি বছর এর মাধ্যমে ৬০০০ টাকা করে আর্থিক সাহায্য পান।
কৃষি মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যারা এই সাহায্যপ্রার্থী কৃষকদের একটিও তালিকা কেন্দ্রের কাছে পাঠায়নি। অথচ এই যোজনার মাধ্যমে এ রাজ্যের প্রায় ৭০ লক্ষ কৃষক বার্ষিক ৫৬০০ টাকা সাহায্য পেতে পারেন। এই কৃষক তালিকা তৈরি করে রাজ্যই, তারা তা পাঠিয়ে দেয় কেন্দ্রের কাছে।
নতুন বছরে কৃষকদের উপহার কেন্দ্রের, অ্যাকাউন্টে জমা পড়বে ১১০০০ কোটি টাকা
ABP Ananda, Web Desk
Updated at:
02 Jan 2020 09:55 AM (IST)
প্রায় ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে ২০০০ টাকার এই প্রথম কিস্তি জমা পড়বে। গত বছর ২৪ ফেব্রুয়ারি চালু হয়েছে এই যোজনা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -