কোয়েম্বত্তুর: প্লেট সাজানো চারটি ইডলি। এমনিতে সাদামাটাই দেখতে,কিন্তু এর নামকরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। এর নাম মোদি ইডলি। গল্প নয়, সত্যি। এমন ইডলি বিক্রি হচ্ছে তামিলনাড়ুর সালেমে। এর পিছনে আছেন স্থানীয় এক বিজেপি নেতা। তামিলনাড়ুতে বিজেপির প্রচার, প্রসার মজবুত করতে এভাবেই নতুন পথে হাঁটতে চাইছেন তামিলনাড়ু বিজেপির সহ সভাপতি মহেশ। সর্বত্র ছড়িয়ে পড়েছে পোস্টার। তাতে চারটি ইডলি দেখা যাচ্ছে। বলা হচ্ছে. ‘চারটি মিলবে দশ টাকায়। সঙ্গে মোদির ছবি। পাশে মহেশেরও ছবি। লেখা রয়েছে, লোটাস হিরো মহেশ আনছেন মোদি ইডলি। চারটি ইডলি সম্বর-সহ ১০ টাকা। শীঘ্রই আসছে সালেমে। আধুনিক কিচেন ইকুইপমেন্টের সাহায্যে তৈরি করা হচ্ছে এই স্বাস্থ্যকর ও স্বাদু ইডলি।‘
প্রসঙ্গত সালেম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীর আদিনিবাস। বিজেপির রাজ্য সম্পাদক ‘ভরত’ আর বালসুব্রহ্মণ্যম জানিয়েছেন, প্রাথমিকভাবে সালেমে ২২টি দোকান খোলা হবে যেখানে মোদি ইডলি বিক্রি করা হবে। প্রকল্প সফল হলে আরও বেশ কিছু এমন দোকান পরে খোলার পরিকল্পনা রয়েছে। দিনপ্রতি ৪০ হাজার ইডলি নিয়ে স্টলগুলি খোলা হবে। আগামী সপ্তাহ থেকেই বিক্রি শুরু হবে।
তামিলনাড়ুতে বিজেপিকে জনপ্রিয় করতে ‘মোদি ইডলি’, প্লেটে চারটে, দাম ১০ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Sep 2020 01:56 PM (IST)
দিনপ্রতি ৪০ হাজার ইডলি নিয়ে স্টলগুলি খোলা হবে। আগামী সপ্তাহ থেকেই বিক্রি শুরু হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -