নয়াদিল্লি : সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপরই 'বন্ধু' মোদির খুব শিগগিরিউ আমেরিকা সফরের সম্ভাবনার কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ফোনে কথা হয়েছে তাঁদের। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যেতে পারেন মোদি। 


সোমবার দুই রাষ্ট্রনেতার ফোনে কথা হয়। তারপরই মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন,  বিশ্ব শান্তি ও সুরক্ষার স্বার্থে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভারত ও আমেরিকা। ভারত-বাংলাদেশ  চাপানউতোরের মধ্যে ইতিমধ্যেই ঢাকার ওপর চাপ বাড়িয়েছে আমেরিকা।  বাংলাদেশের সব প্রজেক্টে আর্থিক সাহায্যে দাঁড়ি টানছে তারা। ক্ষমতা হাতে নিয়েই ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। তারপর পরপরই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে টেলিফোনিক কথোপকথন। আর তারপরই ফ্লরিডা থেকে ম্যারিল্যান্ডে ফেরার সময় নিজেই সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। 


তিনি জানান, মোদির সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে তাঁর।  ফেব্রুয়ারিতেই আমেরিকা আসতে পারেন মোদি। সেই সঙ্গে ট্রাম্প আরও জানান, ভারতের সঙ্গে আমাদের  সম্পর্ক খুব ভাল। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার ফোনালাপ নিয়ে বিস্তারিত জানতে চাইলে ট্রাম্প বলেন, সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম ইনিংসে শেষ বিদেশ সফর ছিল ভারতই । 


গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। সেই শপথ-অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে টেলিফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।  মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত হলাম। তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানালাম। আমরা পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণে এবং বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব’।


এর আগে, ৭ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরেই তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। ট্রাম্পও মোদির তৃতীয় ইনিংস শুরুর সময়ই শুভেচ্ছা জানিয়েছিলেন।