নয়াদিল্লি: আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন শতাব্দী এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমদাবাদ থেকে কেভাদিয়া পর্যন্ত রুটের চলবে জন শতাব্দী এক্সপ্রেস। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ট্রেনের ছবি নিজেই শেয়ার করলেন প্রধানমন্ত্রী।

গতকাল প্রধানমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, আমদাবাদ থেকে কেভাদিয়া রুটের জন শতাব্দী এক্সপ্রেসের উদ্বোধন হবে। ভিস্তাডোম কোচ আছে এই ট্রেনে। সেই ট্রেনের ছবি শেয়ার করলাম।

মোদি যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে ভিস্তাডোম কোচ অন্য কোচের তুলনায় বড়। প্রত্যেকটি কোচে আছে স্বচ্ছ কাচ দেওয়া ছাদ। আমদাবাদ থেকে কেভাদিয়া রুটে এই ট্রেন যাবে স্ট্যাচু অব ইউনিটির পাশ দিয়ে। পাশাপাশি দেখা যাবে আরও বেশ কিছু দর্শনীয় স্থান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, স্ট্যাচু অব ইউনিটি দেখার এখন আরও একটা কারণ হল। এই স্ট্যাচু সর্দর প্যাটেলের স্মৃতিতে বানানো হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত করা হয়েছে।



ভিস্তাডোম কোচগুলি ইউরোপের ট্রেনের কোচের মতো। ভিস্তাডোম কোচ মূলত পাহাড়ি এলাকায় ব্য়বহার করা হয়। এই কোচের মাধ্যমে দেখা যায় যাত্রাপথের মনোরম দৃশ্য। পর্যটন শিল্পকে আরও বাড়ানোর জন্য এই কোচের ব্যবহার করা হয়। চেন্নাইয়ের ইন্টেগ্রাল কোচ ফ্যক্টরিতে বানানো হয়েছে ভিস্তাডোম। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, ট্রেন উদ্বোধনের পাশাপাশি রেলের সঙ্গে সম্পর্কিত আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। গ্রিন বিল্ডিংয়ের প্রকল্পের প্রথম স্টেশন কেভাদিয়া। স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে বিল্ডিং সাজানো হয়েছে।

ভিস্তাডোম প্রকল্প নিকটবর্তী আদিবাসী অঞ্চলে উন্নয়নমূলক কাজকে আরও বাড়িয়ে তুলবে। নর্মদা নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও প্রাচীন তীর্থস্থানগুলির যোগাযোগকে বাড়াতে সাহায্য করবে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় পর্যটন বাড়িয়ে তুলবে, সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অনুঘটক হিসাবে কাজ করবে। অঞ্চলটি নতুন কর্মসংস্থান ও ব্যবসায়ের সুযোগ তৈরি করতে সাহায্য করবে।
জন শতাব্দী এক্সপ্রেস ছাড়াও আজ মহামান এক্সপ্রেস, দাদার-কেভাদিয়া এক্সপ্রেস, নিজামুদ্দিন-কেভাদিয়া সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, কেভাদিয়া রেয়া এক্সপ্রেস, চেন্নাই কেভাদিয়া এক্সপ্রেস এবং কেভাদিয়া প্রতারনগরের মধ্যে দুটি লোকাল ট্রেনের উদ্বোধন করবেন মোদি।