কলকাতা: একজন সফল বিদেশি ব্যবসায়ীকে বিয়ে করে অদ্ভুত সমস্যায় পড়েছেন মোনালি ঠাকুর। তাঁকে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ ট্রোল করেছেন ‘অর্থগৃধ্নু’ (গোল্ডডিগার) হিসেবে। আর তার কড়া জবাবও দিয়েছেন ‘জরা জরা টাচ মি’ গায়িকা। পরিষ্কার বলেছেন, যাঁদের সাহস নেই তাঁরাই এভাবে আড়াল থেকে আমায় উল্টোপাল্টা লিখছেন। আর আমায় অর্থগৃধ্নু হিসেবে ডেকে তাঁরা নিজেদের জীবনের ব্যর্থতাকেই সামনে এনে ফেলেছেন নিজের অজান্তে।
২০১৭ সালে সুইৎজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিখটারকে বিয়ে করেন মোনালি। গত মাসেই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। মোনালি লিখেছেন, তিন বছরেরও কিছু সময় আগে আমরা দুজন বিয়ে করেছি। তবে কোনও প্রথাগত নিয়ম মেনে নয়। আমাদের বিয়েতে নাটকীয়তা ছিল না, অতিরঞ্জন ছিল না।খুব সাধারণ এক অনুষ্ঠান কিন্তু আনন্দে পরিপূর্ণ।
মোনালি জানিয়েছেন, বান্দ্রা থেকে হুড়োহুড়ি করে কেনা বড় সাইজের জামা পরে বিয়ে করেন তাঁরা। এমনকী সঠিক পায়ের মাপের জুতো না মেলায় সালোয়ারের সঙ্গে তাঁকে স্নিকার পরতে হয়। কিন্তু এই সবকিছু নিয়েও দিব্যি আনন্দ করেছেন।
তাঁর সংযোজন, সফল ব্যবসায়ীকে বিয়ে করা নিয়ে তাঁর বিরুদ্ধে যারা মন্তব্য করছে তারা জীবনে ব্যর্থ বলেই এমনটা করছে।
টাকার লোভে বিয়ে করিনি, আমার রোজগার মাইকের থেকে বেশি, সোশ্যাল মিডিয়ার নিন্দাকারীদের জবাব মোনালির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2020 12:28 PM (IST)
মোনালির সংযোজন, সফল ব্যবসায়ীকে বিয়ে করা নিয়ে তাঁর বিরুদ্ধে যারা মন্তব্য করছে তারা জীবনে ব্যর্থ বলেই এমনটা করছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -