আমতায় হনুমানের তাণ্ডব, জখম ১৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Nov 2020 08:51 PM (IST)
অতিষ্ঠ হয়ে বন দফতরে খবর দেন গ্রামবাসীরা। বাড়ির ছাদে খাঁচা পাতে বন দফতর।
NEXT
PREV
হাওড়া: হাওড়ার আমতায় গত কয়েকদিন তুমুল কাণ্ড করল এক হনুমান। জখম হয়েছেন ১৫ জন গ্রামবাসী। অভিযোগ পেয়ে হনুমানকে খাঁচাবন্দি করেছে বন দফতর।
একেবারে লঙ্কাকাণ্ড।
হনুমানের তাণ্ডবে হুলুস্থূলু হাওড়ার আমতার জোতকল্যাণ মল্লগ্রামে। করোনা আবহে হনুমানের হাতে আক্রান্ত হওয়ার ভয়ে গত কয়েকদিন প্রায় ঘরবন্দিই হয়ে পড়েছিলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দিন দশেক আগে গ্রামে হানা দেয় ৯-১০টি হনুমানে। পরে অন্যরা উধাও হলেও, একটি হনুমান থেকে যায়। সে একাই দাপিয়ে বেড়াচ্ছিল গ্রামে। কারও বাড়ির টালি ভাঙে, কারও, ঘর থেকে জিনিস লুঠ করে পালায়। হনুমানের আক্রমণে জখম হন ১৫ জন গ্রামবাসী।
অতিষ্ঠ হয়ে বন দফতরে খবর দেন গ্রামবাসীরা। বাড়ির ছাদে খাঁচা পাতে বন দফতর। টোপ হিসেবে দেওয়া হয় ফলমূল। অবশেষে ফাঁদে পা দেন পবন পুত্র।
শনিবার ভোরে খাঁচাবন্দি হয় হনুমান। তাকে সল্টলেকের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। হাঁফ ছেড়ে বেঁচেছেন গ্রামবাসীরা।
হাওড়া: হাওড়ার আমতায় গত কয়েকদিন তুমুল কাণ্ড করল এক হনুমান। জখম হয়েছেন ১৫ জন গ্রামবাসী। অভিযোগ পেয়ে হনুমানকে খাঁচাবন্দি করেছে বন দফতর।
একেবারে লঙ্কাকাণ্ড।
হনুমানের তাণ্ডবে হুলুস্থূলু হাওড়ার আমতার জোতকল্যাণ মল্লগ্রামে। করোনা আবহে হনুমানের হাতে আক্রান্ত হওয়ার ভয়ে গত কয়েকদিন প্রায় ঘরবন্দিই হয়ে পড়েছিলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দিন দশেক আগে গ্রামে হানা দেয় ৯-১০টি হনুমানে। পরে অন্যরা উধাও হলেও, একটি হনুমান থেকে যায়। সে একাই দাপিয়ে বেড়াচ্ছিল গ্রামে। কারও বাড়ির টালি ভাঙে, কারও, ঘর থেকে জিনিস লুঠ করে পালায়। হনুমানের আক্রমণে জখম হন ১৫ জন গ্রামবাসী।
অতিষ্ঠ হয়ে বন দফতরে খবর দেন গ্রামবাসীরা। বাড়ির ছাদে খাঁচা পাতে বন দফতর। টোপ হিসেবে দেওয়া হয় ফলমূল। অবশেষে ফাঁদে পা দেন পবন পুত্র।
শনিবার ভোরে খাঁচাবন্দি হয় হনুমান। তাকে সল্টলেকের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। হাঁফ ছেড়ে বেঁচেছেন গ্রামবাসীরা।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -