ট্রেন্ডিং

ফোনে কথা বলার সময়ই পড়ল বাজ! কানে মোবাইল অবস্থাতেই মর্মান্তিক মৃত্যু

ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে স্বর্ণ মন্দিরে হামলার চেষ্টা করছিল পাকিস্তান, বড় তথ্য সামনে

'পাক গুপ্তচর' জ্যোতির যাতায়াত কলকাতাতেও, জেলায় জেলায় ঘুরে তুলেছেন ছবি, তথ্য পাচার করতেই?

আনন্দ আর ধরে না ! আসিম মুনিরকে জাপটে ধরে আফ্রিদির চুমু

'পাক গুপ্তচর' জ্যোতির সঙ্গে মাখামাখি, গিয়েছিলেন পাকিস্তানের কর্তারপুরেও, সন্দেহে পুরীর ইউটিউবার প্রিয়ঙ্কাও
জগৎ মুখার্জি পার্কের এবছরের থিম কী ? হয়ে গেল খুঁটি পুজো। দেখুন ভিডিয়ো
কিং কোবরার সঙ্গে লড়ছে বাঁদর! শেষ পর্যন্ত কে জিতল? দেখুন...
আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে লড়াইটা ভীষণই অসম।
Continues below advertisement

নয়াদিল্লি: বাঁদর বনাম কিং কোবরার লড়াই ঘিরে শোরগোল সোশ্যাল মিডিয়ায়।
Continues below advertisement
গত পরশু, ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দ। ২-মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শঙ্খচূড়ের সঙ্গে লড়াই চালাচ্ছে একটি বাঁদর।
আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে লড়াইটা ভীষণই অসম। কিন্তু, ভিডিও দেখার পর আপনি নতুন করে ভাবতে বাধ্য হবেন। ভিডিওটি অন্তত ২০ হাজার শেয়ার হয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, সাপটির সামনে আসতেই বাঁদরটি হামলা শুরু করে। অন্যদিকে, ছেড়ে দেওয়ার পাত্র ছিল না শঙ্খচূড়ও। বাঁদরের শরীরে দাঁত ফোটাতে চেষ্টার কসুর করে না সে।
কিন্তু, বাঁদর অত্যন্ত চতুরতার সঙ্গে লড়াই করে সাপটিকে পরাস্ত করে। কিছুক্ষণ পর, সাপটি রণে ভঙ্গ দিয়ে সেখান থেকে চলে যায়। ওই অফিসার লেখেন, কিং কোবরার বিরুদ্ধে লড়ে জিতছে বাঁদর। এমনটা সচরাচর দেখা যায় না।
দেখুন সেই ভিডিও--
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে