কিং কোবরার সঙ্গে লড়ছে বাঁদর! শেষ পর্যন্ত কে জিতল? দেখুন...

আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে লড়াইটা ভীষণই অসম।

Continues below advertisement

নয়াদিল্লি: বাঁদর বনাম কিং কোবরার লড়াই ঘিরে শোরগোল সোশ্যাল মিডিয়ায়।

Continues below advertisement

গত পরশু, ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দ। ২-মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শঙ্খচূড়ের সঙ্গে লড়াই চালাচ্ছে একটি বাঁদর।

আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে লড়াইটা ভীষণই অসম।  কিন্তু, ভিডিও দেখার পর আপনি নতুন করে ভাবতে বাধ্য হবেন। ভিডিওটি অন্তত ২০ হাজার শেয়ার হয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, সাপটির সামনে আসতেই বাঁদরটি হামলা শুরু করে। অন্যদিকে, ছেড়ে দেওয়ার পাত্র ছিল না শঙ্খচূড়ও। বাঁদরের শরীরে দাঁত ফোটাতে চেষ্টার কসুর করে না সে।

কিন্তু, বাঁদর অত্যন্ত চতুরতার সঙ্গে লড়াই করে সাপটিকে পরাস্ত করে। কিছুক্ষণ পর, সাপটি রণে ভঙ্গ দিয়ে সেখান থেকে চলে যায়। ওই অফিসার লেখেন, কিং কোবরার বিরুদ্ধে লড়ে জিতছে বাঁদর। এমনটা সচরাচর দেখা যায় না।

দেখুন সেই ভিডিও--

ওই বন আধিকারিকের শেয়ার করা ছবিতে অনেকেই মতামত জানিয়েছেন। কেউ কেউ এমন ভিডিও শেয়ার করার জন্য ওই অফিসারকে ধন্যবাদ জানান।
Continues below advertisement
Sponsored Links by Taboola