নয়াদিল্লি : এ বছর তীব্র তাপপ্রবাহের সাক্ষী থেকেছে দেশের বিভিন্ন রাজ্য। আর তারপর মৌসুমী হাওয়া প্রবেশ করার পর দেশ জুড়ে একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাতও হয়েছে। বর্ষার শুরুর দিকে যদিও আশানুরূপ বৃষ্টি হয়নি। তবে জুলাই মাসে দেশের বেশ কয়েকটি অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে । এর ফলে হাসি ফুটেছে কৃষকদের ঠোঁটে। তবে এবার শুধু ভারী বৃষ্টি নয়, অগাস্টে বর্ষার দামাল রূপ দেখবে দেশ।   ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার দ্বিতীয় পর্যায়ে ১০৬ শতাংশের বেশি বৃষ্টিপাত হবে। আর বৃষ্টিপাতের আধিক্য থাকবে ভারত জুড়েই। 


তবে ভারতের উত্তর-পূর্বের কয়েকটি এলাকা ও পূর্ব ভারতে বর্ষার দ্বিতীয়ার্ধে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। আইএমডির রিপোর্ট বলছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়,  হিমাচল প্রদেশ , জম্মু ও কাশ্মীরে জুলাইয়ে বৃষ্টিপাত ঘাটতি ছিল। উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে ১৪.৩% কম বৃষ্টিপাত হয়েছে। তবে এই ঘাটতি পুষিয়ে দিতে পারে অগাস্ট।  IMD বলেছে, বিহার, ঝাড়খন্ড, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সহ পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলোতে জুলাই মাসে কম বৃষ্টিপাত হয়েছে। তবে অগাস্টে তুমুল বৃষ্টি কি মিটিয়ে দেবে সব ঘাটতি ? আশা করে আছে আবহাওয়া দফতর। 


ভারতে জুলাই মাসে গড় গড় তাপমাত্রা ২৮.৬৫ ডিগ্রি সেলসিয়াস । গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।  ইকোনমিক টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুসারে, এটি ১৯০১ সালের পর থেকে  দ্বিতীয় সর্বোচ্চ। IMD - র পূর্বাভাস, অগাস্টের প্রথম সপ্তাহে ভারত জুড়ে ভাল বৃষ্টিপাত হবে। এদিকে মধ্য ভারতে এই সময়ের মধ্যে স্বাভাবিক থেকে স্বাভাবিকের কম বৃষ্টি হবে।


IMD বর্ষার শুরুতেই জানিয়েছিল এবছর অগাস্টে গিয়ে মূল খেলা শুরু হবে বর্ষার। এদিকে আইএমডির তরফে আগামী ৫ দিনের জন্য মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৮ অগাস্টের পর আবার সারা ভারতেই কয়েকদিনের জন্য বৃষ্টিপাত কমবে। অগাস্টে তুমুল বৃষ্টি হতে পারে ওড়িশায়। ওড়িশার ভদ্রক, বালাসোর, জাজপুর, কেন্দ্রপাদা, ঝাড়সুগুদা, বারগড়, বালাঙ্গির, নুয়াপাদা, নয়াগড়, খুরদা, জগৎসিংহপুর, সুন্দরগড়, দেওগড়, কেওনঝার, ময়ুরভঞ্জ এবং কালাহান্ডি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, জানানো হয়েছে ইকনমিক টাইমসে প্রকাশিত রিপোর্টে ।  


আরও পড়ুন


 জমা জলে মৃত্যুফাঁদ, বাবার চোখের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মেয়ের