সল্টলেক: সল্টলেকের বিই ব্লকের বাড়ি থেকে উদ্ধার হল মা-মেয়ের জোড়া মৃতদেহ। জানা গিয়েছে, তাঁরা দুজনেই জ্বর-কাশিতে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়েছিলেন কিনা জানতে দেহের নমুনা পরীক্ষা হবে।

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন ৭৯ বছরের ওই বৃদ্ধা ও তাঁর মেয়ে। পুলিশ সূত্রে খবর, ফোনে যোগাযোগ করতে না পেরে, গতকাল রাতে সল্টলেকের বাড়িতে খোঁজ নিতে আসেন এক আত্মীয়। সাড়া না পাওয়ায় বিধাননগর উত্তর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই বৃদ্ধার অস্ত্রোপচার হয়। তারপর থেকেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন ডায়াবেটিসেও। কয়েকদিন ধরে মা-মেয়ে দু’জনেরই জ্বর-সর্দি-কাশির সমস্যা দেখা দেয়। তাঁরা করোনা আক্রান্ত ছিলেন কিনা জানতে দেহের নমুনা পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, ৩ দিন আগে খবর আসে, মা-মেয়ের সাড়া মিলছিল না। তবে ঘরে চলছিল এসি। বিধাননগর উত্তর থানায় যোগাযোগ করলে পুলিশের আইসি বলেন, ওঁরা করোনা পজিটিভ ছিলেন বলে খবর তাই প্রতিবেশীদের যাওয়ার দরকার নেই, পুলিশই যা করার করবে। এরপর দেখা যায়, মা-মেয়ে পাশাপাশি শুয়ে রয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁরা দুজনেই সর্দি-জ্বরে ভোগায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন।  হাসপাতাল থেকে ভর্তি হতে বলা হলেও তাঁরা তা শোনেননি, বাড়ি ফিরে আসেন।