মুম্বই: সোনু সুদের পর অমিতাভ বচ্চন। পরিযায়ী শ্রমিকদের পাশে এবার এসে দাঁড়ালেন বলিউডের বিগ বি। আজ মুম্বই থেকে ২২৫ জন শ্রমিককে নিয়ে তাঁর ১০টি বাস রওনা দিয়েছে উত্তর প্রদেশের উদ্দেশে।

বাসে মহিলা ছাড়াও রয়েছে ৪৩টি শিশু। উত্তর প্রদেশের বিভিন্ন ঠিকানায় এঁদের পৌঁছে দেওয়া হবে। বাস ছাড়ার পর স্বস্তির শ্বাস ফেলা শ্রমিকরা নিজেদের আনন্দ চেপে রাখতে পারেননি। থাম্বস আপ আর ভি প্রতীক দেখিয়ে নিজেদের খুশি প্রকাশ করেছেন তাঁরা। ১০টি বাসের ৫টি যাবে প্রয়াগরাজে, ২টি করে বাস যাবে গোরক্ষপুর ও ভদোইয়ে। একটি যাবে লখনউতে। সেখান থেকে শ্রমিকরা রওনা দেবেন নিজের নিজের গ্রামে।

মাহিম দরগার প্রধান সাবির সায়েদ জানিয়েছেন, পুরো প্রকল্প অমিতাভের মস্তিষ্কপ্রসূত। লকডাউনের পর থেকে শ্রমিকদের দুঃখকষ্টের ছবি দেখে তিনি অত্যন্ত ব্যথিত। তিনি একটি প্রস্তাব দেন, তারপর হাজি আলি দরগা ও মাহিম দরগা সব ব্যবস্থা করার প্রস্তাব রাখে।