ভোপাল: বিজেপি প্রার্থী ইমারতী দেবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে মধ্যপ্রদেশে উপনির্বাচনের আগে বিতর্কের মুখে পড়েছিলেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। তাঁকে আইটেম বলেছিলেন তিনি। আজ উপনির্বাচনের ভোটগণনার শুরুর পর থেকে দেখা যাচ্ছে ডাবরা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন ইমারতী। দুপুর পর্যন্ত তিনি তাঁর নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী সুরেশ রাজের থেকে ২৩৩৬ ভোটে এগিয়ে রয়েছেন।
মধ্যপ্রদেশে ২৮টি আসনে উপনির্বাচনের ভোটগণনা চলছে। মোটের উপরে যা ইঙ্গিত গরিষ্ঠসংখ্যক আসনেই জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থীরা। প্রাথমিক রাউন্ডের গণনায় জয়ের ইঙ্গিতে রীতিমতো খুশি ইমারতী। তাঁর কথায়, ’’বিজেপির জন্য বড় জয় অপেক্ষা করছে।‘‘
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী বলে পরিচিত ইমারতী কমলনাথ মন্ত্রিসভায় নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রীও ছিলেন, পরবর্তী সময়ে জ্যোতিরাদিত্যের সঙ্গে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন তিনি। শিবরাজ সিংহ চৌহান মন্ত্রিসভার সদস্যও ইমরতী। নির্বাচনী প্রচারে কমলনাথ তাঁকে ’আইটেম‘ বলায় বিতর্কের জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। তাঁর সম্পর্কে ওই ধরনের মন্তব্যে প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন ইমারতী। যদিও পরবর্তী সময় কমল নাথ সম্পর্কে পাল্টা মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছিলেন তিনিও। এই বিতর্কের জেরে ডাবরা কংগ্রেস এবং বিজেপি উভয়ের কাছেই সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছিল। আসনটি ধরে রেখে কমলনাথকে জবাব দিয়ে অপমানের বদলা নিতে চান, জানিয়েছেন ইমারতী ।